নিজস্ব প্রতিনিধি (সিলেট) : সিলেট চার পেশাদার ছিনতাকারিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের পৃথক পৃথক দুটি মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে সোমবার।
গ্রেফতারতৃতরা হল,সিলেটের শাহ পরান (রহ.) থানার বালুচরের কাদির মিয়ার ছেলে বিল্লাল আহমদ, জালালাবাদ থানার টুকেরবাজারের ভাইয়ারপাড়ের নুর মিয়ার ছেলে আক্তার আহমদ, মোগলাবাজার থানার হাসামপুর(পশ্চিমপাড়া)ছিদ্দিক আলীর ছেলে হামিদুর রহমান,এয়ারপোর্ট থানার ইলেট্রিক সাপ্লাই রোডের মৃত আজমল হোসেনের ছেলে আজহার।
সোমবার এসএমপির মিডিয়া অফিসার (এডিসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, কোতয়ালী মডেল থানা পুলিশ রবিবার সন্ধায় মিরাবাজার এলাকায় ছিনতাইকালে বিল্লাল ও আক্তারকে গ্রেফতার করে। এ সময় ছিনাতাই কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিক্সা জব্দ করা হয়।
একই দিন সন্ধায় কোতয়ালী মডেল থানা পুলিশের অপর একটি টিম নগরীরর পাঠানটুলায় ছিনতাইকালে হামিদুর রহমান ও তার সহযোগি আজহারকে গ্রেফতার করে। ওই সময় ছিনতাইকাজে ব্যবহৃত আরো একটি সিএনজি অটোরিক্সা জব্দ করা হয়।