ঢাকা প্যালেস আবাসিক হোটেল থেকে সিলেটে নারীসহ ৭ জন গ্রেফতার  

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ সিলেট

নিজস্ব প্রতিনিধি (সিলেট) :  ঢাকা প্যালেস আবাসিক হোটেলে থেকে সিলেটে নারী সহ ৭ জন গ্রেফতার করেছে পুলিশ। সোমবার মামলা দায়ের পূর্বক এসএমপির দক্ষিণ সুরমা থানা পুলশ তাদেরকে কারাগারে পাঠিয়েছে।


বিজ্ঞাপন

গ্রেফতারকৃতরা হল, সিলেটের শাহপরান (রহ.) থানার দওগ্রামের সেলিম আহমদের ছেলে জিবান আহমদ, একই থানার বেলগ্রামের ইমন চৌধুরীর মেয়ে এনি বেগম, মুরাদপুরের সাহাব উদ্দিনের মেয়ে নিপা আক্তার তানিয়া, গোলাপগঞ্জ থানার বাখরখলা গ্রামের সিরাজ মিয়ার ছেলে শফিকুল ইসলাম পাপ্পুু,বালাগঞ্জ থানার মইশাসি গ্রামের মিজানুর রহমানের মেয়ে মেহের জাবিন নামিয়া, মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার নোয়াগাঁও গ্রামের আজর আলীর ছেলে রুহুল আমিন, ব্রাম্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার টানপাড়া গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে স্বপন মিয়া ( হাটেল ষ্টাফ)।
এসএমপির মিডিয়া সেল জানায় , রবিবার মদ্যরাত পরবর্তী সময়ে এসএমপির দক্ষিন সুরমা থানা পুলিশ ঢাকা-সিলেট মহাসড়কের পাশের্^ থাকা প্যালেস আবাসিক হোটেলে বিশেষ অভিযান চালায়।


বিজ্ঞাপন

ওই অভিযানে হোটেলের বিভিন্ন কক্ষে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকায় হোটেল ষ্টাফ সহ ৭ নারী পুরুষকে গ্রেফতার করে পুলিশ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *