রান্নাঘর থেকে বিদেশি মদের চালানসহ সীমান্তের শীর্ষ কারবারি গ্রেফতার

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ সিলেট

নিজস্ব প্রতিনিধি  (সিলেট)  :  রান্নাঘর থেকে বিদেশি মদের চালান সীমান্তের শীর্ষ মাদক কারবারি রেজাইল করিমকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার মামলা দায়ের পুর্বক তাকে আদালতের মাধ্যমে সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে। কারা হাজতে থাকা রেজাউল সুনামগঞ্জের তাহিরপুরের উওর শ্রীপুর ইউনিয়নের টেকেরঘাট সীমান্ত গ্রাম লাকমা নয়াপাড়ার শাহাব উদ্দিনের ছেলে।


বিজ্ঞাপন

র‌্যাব, বিজিবি,পুলিশ ও স্থানীয়দের দেয়া তথ্য অনুয়ায়ী রেজাউল টেকেরঘাট সীমান্তের একজন পেশাদার শীর্ষ মাদক চোরাকারবারি।
সোমবার রাতে তাহিরপুর থানার ডিউটি অফিসার জানান, থানা পুলিশের একটি টিম রবিবার রাতে উপজেলার টেকেরঘাট সীমান্তের লাকমা নয়াপাড়ায় থাকা নিজ বসতবাড়ির রান্নাঘরের খর কুটোর আড়ালে বস্তাভর্তি ৪৮ বোতল বিদেশি মদ জব্দ করে। ওই সময় বসতবাড়ির মালিক পেশাদার মাদক কারবারি রেজাউলকে গ্রেফতার করে পুলিশ।


বিজ্ঞাপন

এ অভিযানের কিছুদিন পুর্বে রেজাউলের বসতবাড়ির পাশ থেকে থানা পুলিশ বিদেশি মদের চালান জব্দ করলে সে তাৎক্ষণিক দৌড়ে বাড়ির পাশের্^র সীমান্ত পেরিয়ে ভারতে চলে যায়।

অভিযোগ রয়েছে,উপজেলার টাঙ্গুয়ার হাওর হাউসবোট কেন্দ্রীক, টেকেরঘাট শহীদ সিরাজ লেকে আসা পর্যটকনামী মাদকসেবী,সীমান্ত জনপদের মাদকসেবীদের নিকট মুঠোফোনে অর্ডার নিয়ে বিদেশি মদ বিক্রয়ের পাশাপাশী স্ত্রীর সহযোগিতায় নিজ বসত বাড়িতে নিয়মিত মাদকসেবনের আসর বসাত রেজাউল।

টেকেরঘাট, নীজ বাড়িতে মজুদ রেখে মাদকের কারবারের প্রসারে সিদ্ধহস্ত রেজাউল উপজেলার বড়ছড়া, পুটিয়া,বালিয়াঘাট,ডাম্পের বাজার, শ্রীপুর বাজার,নোয়াবন্দ,তরং,মন্দিয়াতা,সুলেমানপুর সহ নানা জনপদে কার্টনভর্তি বিদেশি মদ বিক্রয় করে আসছিলো নিরাপদে।

গেল এক যুগের বেশী সময় ধরে থানা,টেকেরঘাট অস্থায়ী পুলিশ ক্যাম্পের কিছু অসৎ অফিসার ও স্থানীয় প্রভাবশালীদের ম্যানেজ করে বিদেশি মাদক বিক্রয়ের জন্য ওই সীমান্তে সহযোগি মাদক কারবারি তারই গুণবতী স্ত্রী,অপর সহযোগি ইয়াবা বাবুল,আব্দুর নুর,কাদির, লিটন, সিরাজ চক্র ১৫ থেকে ২০ জন হকার ( সেলসম্যান) নিয়োজিত করে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *