নিজস্ব প্রতিনিধি (সিলেট) : সিলেটের সুনামগঞ্জে জেলা পুলিশের জামালগঞ্জ থানার ওসি শ ম কামাল হোসেইনকে প্রত্যাহার করা হয়েছে। গত রোববার সিলেট রেঞ্জ পুলিশের ডিআইজি মো. মুশফেকুর রহমান স্বাক্ষরিত এক আদেশে তাকে প্রত্যাহার করা হয়।
পুলিশ পরিদর্শক শ ম কামাল হোসেইন মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশে কর্মরত ছিলেন। পরে তাকে সিলেট জেলা রেলওয়ে পুলিশে বদলি করা হয়।
২০২৪ সালের ২১ নভেম্বর তাকে সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানায় ওসি হিসাবে পদায়ন করা হয়েছিল।
সোমবার ডিআইজি সিলেট রেঞ্জ পুলিশের দায়িত্বশীল সূত্র জানায়, প্রশাসনিক কারণে প্রত্যাহার হওয়া জামালগঞ্জ থানার ওসি শ ম কামাল হোসেইনকে আপাতত সিলেট রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্ত করা হয়েছে। বদলি কিংবা পুলিশের অন্য কোনো ইউনিটে পদায়ন করা হয়নি।
ওই ওসির বিরুদ্ধে মোটা অংকের ঘুস নিয়ে তদবীর বাণিজ্য, চোরাচালানে সহযোগিতা, হয়রানি, উপজেলা বিএনপির সভাপতি পুত্র দাবি করে ঘুস-মামলা বাণিজ্যের অভিযোগ রয়েছে। সম্প্রতি ঘুস লেনেদেনের ওডিও ফাঁস হলে এ নিয়ে তোলপাড় শুরু হয়।।