ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলার আকোটেরচর ইউনিয়নের গনি বেপারীর ডাঙ্গী গ্রামে একটি ব্রিজ নির্মানের তিন বছর পার হলেও অদ্যবদি নির্মান হয়নি ব্রিজের দুই পাশের সংযোগ সড়ক। ফলে প্রায় কোটি টাকা ব্যায়ে নির্মিত এই ব্রিজটি কোন উপকারেই আসেনি পার্শ্ববর্তী গ্রামের সাধারণ জনগনের। এদিকে বর্ষা মৌসুমে স্থানীয়দের দূর্ভোগের সীমা নেই যাতায়াতে। স্থানীয়রা জানান, ইসতিয়াক আরিফ নামের একজন ঠিকাদার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে ম্যানেজ করে পুরো বিল উত্তোলন করে কাজ অসম্পূর্ণ রেখেই চলে গেছেন।
এ ব্যাপারে ইউ,পি চেয়ারম্যান আছলাম বেপারী জানান, এটা আমাদের আগের টার্মে টেন্ডারের কাজ। টেন্ডারে সংযোগ সড়ক সহ প্রক্কলিত ব্যয় ধরা হয়। প্রকল্প কর্মকর্তা কোন বরাদ্দ দিলে প্রয়োজনীয় ব্যাবস্থা নেব। ইউ,পি সদস্য ( বর্তমানে সাময়িক বরখাস্ত) জানান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার নলেজে দেওয়া আছে, প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহনের আশ্বাস দিয়েছেন।
স্থানীয় এলাকাবাসী বলেন শুধুমাত্র সংযোগ রাস্তা নির্মাণ না হওয়ার কারণে এতদিন ধরে সেতুটি দিয়ে মানুষ কিংবা যানবাহন চলাচল করতে পারছে না।
তারা আরও বলেন, কোটি টাকা খরচ করে সেতু বানিয়ে সংযোগ সড়ক অভাবে বছরের পর বছর চলাচলের অনুপযোগী করে ফেলে রাখার দায় কর্তৃপক্ষকে নিতে হবে। এদের শাস্তি হওয়া প্রয়োজন। তারা অবিলম্বে সংযোগ রাস্তা নির্মাণের দাবি জানান।