মোঃ সাইফুর রশিদ চৌধুরী : গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা ইউনিয়ন বিএনপি’র দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৫ জানুয়ারি বিকাল ৩ ঘটিকার সময় গোবরা ইউনিয়নের ঘোনাপাড়া মোড়ে গোপালগঞ্জ চক্ষু হাসপাতালের চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা বিএনপি’র আহবায়ক শরিফ রফিকুজ্জামান। উদ্বোধন করেন গোপালগঞ্জ জেলা বিএনপি’র সদস্য ডাক্তার কেএম বাবর।
প্রধান বক্তা হিসেবে ছিলেন গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপি’র সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন। সম্মেলনের সভাপতিত্ব করেন গোবরা ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোহাম্মদ মিকাইল হোসেন চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফজলুল কবির দারা, সহ-সভাপতি আব্দুর রহমান, শেখ হাফিজুর রহমান, মুরাদ বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম লিটন, তুহিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক হাছানুল বান্না ও সাহিন মৃধা।
সম্মেলন শেষে কমিটি ঘোষণার কথা থাকলেও সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকায় কমিটি ঘোষণা করা হয়নি। পরবর্তীতে কমিটি ঘোষণা হবে বলে নেতৃবৃন্দ জানান।