মোঃ সাইফুর রশিদ চৌধুরী : গোপালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ২৫-২৭ জানুয়ারি তিনদিন ব্যাপী এ অনুষ্ঠানের সোমবার ২৭ জানুয়ারি সকাল ৯ টায় বিদ্যালয়ের হল রুমে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান ও গোপালগঞ্জ জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ গোলাম কবির।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন গোপালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক জয়দেব চন্দ্র সরকার। চারটি বিষয়ে প্রথম হয়ে চ্যাম্পিয়ন পুরস্কার অর্জন করেন অষ্টম শ্রেণীর ছাত্রী ফাহমিদা। একটি সুন্দর ও রুচি সম্পন্ন অনুষ্ঠান আয়োজনের জন্য অতিথিবৃন্দ প্রধান শিক্ষকের ভূয়শী প্রশংসা করেন।