নইন আবু নাঈম তালুকদার, (বাগেরহাট) : বঙ্গোব সাগরের তীরবর্তী দুবলা চর ও আলোর কোল সংলগ্ন মান্দারবাড়ি এলাকায় ছেলেদের উপর হামলা লুটপাট ও মুক্তিবনের দাবিতে ১২/১৫ জেলে কে অপহরণ করেছে ০। এ সময় জেলেরা অস্ত্রসহ ৩ বনদস্যুকে আটক করতে সক্ষম হয়েছে। আটক বনদস্যুদের কোষ্টগার্ডের কাছে হস্তান্তর করেছে।
ভুক্তভোগী জেলেরা জানা যায়, বঙ্গোপসাগরের তীরবর্তী দুবলা ও আলোরকোটচল সংলগ্ন মান্দারবাড়ি এলাকায় জেলে মাছ ধরছিল এ সময় ট্রলার যোগে ১৫/২৫ জনের একটি ডাকাত দল তাদের উপর হামলা ও লুটপাট চালায়। পরে জেলেরা তাদের তিন দিক দিয়ে ঘিরে ফেলে।
পরে ৩ বনদস্যকে বন্দুক ও কার্টুজ সহ আটক করতে সক্ষম হয় এবং অন্য বনদস্যুরা পালিয়ে যাবার সময় ১০/১২ জন জেলেকে মুক্তিবনের দাবিতে অপহরণ করে নিয়ে যায়।
আটককৃত জেলেদের আলোর কোল কোস্টগার্ড এর কাছে হস্তান্তর করেছে জেলেরা।
এ ব্যাপারে আলোরকোল টহলফারির ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান বলেন জেলেদের উপর হামলা ও লুটপাট হয়েছে। জেলেরা ৩ বনদস্যু আটক করে কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করেছে।
দুবলা ফিশেরম্যান গ্রুপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কামাল হোসেন বলেন, বনগাঁও জেলেদের আটক করে কোস্গাটর্ডের কাছে হস্তান্তর করেছে বলে তিনি নিশ্চিত করেন।
এ বিষয়ে জানতে চাইলে কোস্টগার্ড এর আলোর কল কন্টিজেন কমান্ডার বলেন, বনদস্যদের আটকের বিষয়টি পরে বিস্তারিত জানানো হবে।