মোঃ সাইফুর রশিদ চৌধুরী : “তারুণ্যের উৎসব ২০২৫” উপলক্ষে গোপালগঞ্জে এক মনোমুগ্ধকর নৃত্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সংগীত নৃত্য ও আবৃতি বিভাগের আয়োজনে গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় পৌরপার্ক উন্মুক্ত মঞ্চে শুক্রবার ৩১ জানুয়ারি সন্ধ্যা ছয় ঘটিকার সময় এ নৃত্যানুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।
সন্ধ্যা ছয়টা থেকে রাত ৯ টা পর্যন্ত তিন ঘন্টা ব্যাপী এ অনুষ্ঠানে ঢাকা থেকে আগত বাংলাদেশ শিল্পকলা একাডেমীর নৃত্য শিল্পীরা বিভিন্ন প্রকারের নৃত্য পরিবেশন করেন।
এর পাশাপাশি গোপালগঞ্জের কাশিয়ানী, মুকসুদপুর, টুঙ্গিপাড়া, কোটালীপাড়া ও সদর উপজেলা শিল্পকলা একাডেমীর নৃত্য শিল্পীরা নৃত্য পরিবেশন করেন।
এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম কবির। জেলা কালচারাল অফিসার ফারহান কবির সিফাতের বিশেষ তত্ত্বাবধানে অনুষ্ঠানটি উপভোগ্য হয়ে ওঠে।