বাগেরহাটের শরণখোলা সাইনবোর্ড রায়েন্দায় সড়ক দুর্ঘটনায় ২ জনের  মৃত্যু, ৩ জন আহত, অলৌকিকভাবে বেঁচে গেলে শিশু! 

Uncategorized খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় দুর্ঘটনার সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

নইন আবু নাঈম তালুকদার (বাগেরহাট) : বাগেরহাটের শরণখোলা, সাইনবোর্ড রায়েন্দা আঞ্চলিক মহাসড়কের মোড়লগঞ্জের ফায়ার সার্ভিস এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত-২ ও শিশু সহ আহত- ৩। হাসপাতালে আহতদের মোড়লগঞ্জ হাসপাতালে চিকিৎসা শেষে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করা হয়েছে। ১ফেব্রুয়ারি ঘটনাটি ঘটেছে মোড়লগঞ্জের ফায়ার সার্ভিস স্টেশন সংলগ্ন এলাকায়।


বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শী ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের গাছতলা এলাকার বাসিন্দা মোজাম্মেল খানের পুত্র সিদাম খান তার স্ত্রী দুই মাসের শিশু কন্যা ও তার এক শ্যালককে নিয়ে মোড়লগঞ্জ থেকে ইজিবাইক যোগে রায়েন্দ আসছিলেন।


বিজ্ঞাপন

বড়গঞ্জে ফায়ার সার্ভিস স্টেশন এলাকায় পৌঁছালে শরণখোলা থেকে জি এম এস পরিবহনের একটি গাড়ি তাদের বহনকারী ইজি বাইকটিকে সামনে থেকে ধাক্কা দিয়ে প্রায় ২০০ ফুট ডুমরে মিশরে নিয়ে যায়।

এ সময় গাড়ির নিচে তারা সবাই চাপা পড়ে। গাড়ি ধাক্কা দিয়ে সামনে নেওয়ার সময় গাড়ির ভিতরে থাকা সুমি তার দুই মাসের শিশুকন্যাকে রাস্তার উপর ছুড়ে ফেলে দেয় এতে শিশুটি সামান্য আহত হলেও শিশুকন্যা প্রাণে বেঁচে যায়।

পরে পথচারীরা গাড়ির নিচ থেকে সুমি( ৩০) কে মৃত অবস্থায় এবং তার ভাই মজনু কে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করলেও কিছুক্ষণ পর মারা যায়।

গুরুতর আহত শিমুর স্বামী সিদাম কে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্য একজনের পরিচয় পাওয়া যায়নি। মোড়েরগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। সুমির বাবার বাড়ি মোড়লগঞ্জ এলাকায় বলে জানা গেছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *