পটুয়াখালীর গলাচিপায় অসর্তকতা আঁটো চাপায় পরিবার হারালো শিশু পুত্র দিগন্তকে

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর দুর্ঘটনার সংবাদ বরিশাল বিশেষ প্রতিবেদন মানবিক খবর সারাদেশ

পটুয়াখালী প্রতিনিধি  : পটুয়াখালীর গলাচিপায় আঁটো চালকের অসর্তকতা ও একটি ভুলে পরিবার হারিয়েছে চার বছরের শিশু পুত্র দিগন্তকে। শনিবার সকাল ৯ টার দিকে উপজেলার বকুল বাড়িয়া ইউনিয়নের পাতাবুনিয়া নামক স্থান এ দূর্ঘটনাটি ঘটে। হিন্দু সম্প্রদায়ের গরীব পরিবার হওয়ায় চেয়ারম্যানের সহযোগিতায় ও স্থানীয় প্রভাব খাটিয়ে মিমাংসা করার চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে।


বিজ্ঞাপন

কোন প্রকার একাডেমিক প্রশিক্ষণ ছাড়াই জীবিকার তাগিদে নয় শখের বসে হরহামেশাই মানিক বিশ্বাসের বড় ছেড়ে তাইজুল বিশ্বাস (১৩) আঁটো নিজে সড়কে বের হওয়ার অভিযোগ উঠে। কানে হেডফোন দিয়ে গান শুনে গাড়ি চালায়ে যাচ্ছিলেন তাইজুল। হঠাৎ মায়ের সাথে থাকা শিশু দিগন্তর সামনে ব্রেক করলে ভয়পেয়ে লাফ দিলে গাড়ির চাকার নিচে চলে যায়।


বিজ্ঞাপন

তাৎক্ষণিক উদ্ধার করে পটুয়াখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে শিশুটির মৃতু হয়। চিকিৎসক দিগন্তকে মৃত ঘোষণা করেন। অসর্তকতা ও একটি ভুলে একটি পরিবার হারিয়েছে শিশু পুত্র দিগন্তকে। পটুয়াখালীর গলাচিপায় তাইজুল আঁটো চালকের হাতেই চার বছরের শিশু দিগন্তের সড়কে মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

নিজাম খান ও তসলিম খানের উপস্থিতিতে বর্তমান চেয়ারম্যান শহিদুল ইসলাম সহ তাঁর ভাইয়ের ছেলে ফোন আলাপের মাধ্যমে সমঝোতা করেছেন জানালেন মৃত দিগন্তের বাবা দীপক। তিনি আরও জানান, এলাকায় তাদের বসবাস করতে হবে তাই সমাজকে গণ্যমান্য ব্যক্তিদের স্বীদ্ধান্ত মানতে হয়।

সমঝোতা সমন্নয়ক এলাকাবাসী বলেন, মিশা গেছে সবাই, কেষ-মামলায় যাবেনা। মামলায় গেলে এই ছেলে তো ফিরে আসবেনা। মামলা মকর্দমা করে আর হবে কি দুই পক্ষের ক্ষতি। তাকে সর্তক করে বলতে হবে তুমি আর গাড়ি চালাবেনা। ঘাতক তাইজুল বিশ্বাস উপজেলার বকুল বাড়িয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা এবং নিহত দিগন্ত উক্ত ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা।

মুঠোফোনে ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলামকে মিলমিশের সক্ষতা নিয়ে জানতে চাইলে তিনি প্রথমে উত্তেজিত হয়ে যায়। পরে এলাকাবাসী ও দু’জন পুলিশের উপস্থিতিতে মিলমিশের বিষয়টি স্বীকার করেন। এছাড়া এ বিষয়ে তার কোন মন্তব্য নেই বলে জানান।

গলাচিপা থানা অফিসার ইনচার্জ আশাদুর রহমান জানান, মৃত শিশু দিগন্তের বাবা বাদী হয়ে এজাহার দায়ের করেন। সড়ল পরিবহন আইনে মামলা নেওয়া হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *