মোঃ সাইফুর রশিদ চৌধুরী : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি পালনের অংশ হিসেবে লিফলেট বিতরণকে কেন্দ্র করে আওয়ামী লীগ কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। লিফলেট বিতরণের সময় শাফায়েত গাজী নামে এক কর্মীকে পুলিশ গ্রেফতার করলে তাকে ছাড়িয়ে নিতে পুলিশের উপর হামলা করেছে আওয়ামী লীগ কর্মী সমর্থকরা। এ সময় ৫ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে পুলিশের গাড়ি।
স্থানীয় সূত্রে জানা যায় এক পুলিশ সদস্যকে স্থানীয় আওয়ামীলীগ কর্মীরা ঘেরাও করে রাখে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসে তাকে ছাড়িয়ে নিয়ে যান।
সংশ্লিষ্ট সূত্রে আরো জানা যায় রোববার ২ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টার দিকে টুঙ্গিপাড়া খান সাহেব শেখ মোশারেফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের সামনে আওয়ামী লীগের কিছু কর্মী লিফলেট বিতরণ করছিলেন। এ সময় পাশের দোকানি শাফায়েত গাজীকে পুলিশ আটক করে।
এ ঘটনায় সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় আওয়ামী লীগ কর্মীরা তাকে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নেওয়ার জন্য পুলিশের ওপর হামলা করে। এতে ৫ পুলিশ সদস্য আহত হন। পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়।
টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, ‘পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।