রংপুর প্রতিনিধি : রংপুর পৌরশহরে প্রকাশ্য ছিনতাইয়ের কবলে পড়ে ১ লাখ ২০ হাজার টাকা খোয়ালেন ব্রিটিশ টোব্যাকো কোম্পানির কালেকশন ম্যানেজার শামীম মিয়া,
এ ঘটনায় ভুক্তভোগী শামীম মিয়া রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। সোমবার (৩ ফেব্রুয়ারি) আনুমানিক সন্ধ্যা ৬,৩০ টায় রংপুর নগরীর বেতপট্টী জলযোগ হোটেলের সামনে ছিনতাইয়ের ঘটনাটি ঘটে।ভুক্তভোগীর বাড়ি রংপুর নগরীর রবাটসন্স এলাকায়
ভুক্তভোগী শামীম হোসেন জানান, বেতপট্টী জলযোগ হোটেলের সামনে দিয়ে হেঁটে জাহাজ কোম্পানির মোড়ের দিকে যাওয়ার পথে হঠাৎ একটি মোটরসাইকেল সামনে থামে এবং হাতে থাকা ব্যাগটি টান দিয়ে নিয়ে যায়।
মোটরসাইকেলে দু’জন ছিল। তারা ব্যাগটি নিয়ে স্বর্ণপট্টির সড়ক দিয়ে পালপাড়ার দিকে চলে যায়।এদিকে একই স্থানে তার রুমমেটের সাড়ে ৩ হাজার টাকাসহ পার্স ব্যাগ ছিনতাই হয় বলে উল্লেখ করেন আয়েশা সিদ্দিকা নামে একজন। শুধু তাই নয় সুপার মার্কেটসহ আশপাশে প্রায় ছিনতাইয়ের ঘটনা ঘটে বলে জানিয়েছেন অনেকে।
ছিনতাইয়ে ব্যাবহৃত বাইক গুলো তে নাম্বার প্লেট নাই
এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান বলেন, ভুক্তভোগী এ বিষয়ে একটি অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। সাধারণ জনগণের সাথে সাংবাদিক রা কথা বললে তাঁরা জানান দেশের এতো বৈষম্য নিয়ে কথা হয় কিন্তু মাদক মুক্ত হয়না কেনও? মাদকের কালো গ্রাস গিলে খাচ্ছে সমাজ কে।
হিরোইন ইয়াবা টেপানটাটল টেবলেট ফেনসিডিল, এস্কাপ, আইসের মতো ভয়ানক মাদক নিয়ন্ত্রণে যদি সরকার প্রধান ব্যার্থ হয় এ জাতি নৈপুণ্য এক কাল অধ্যায়ের সম্মুখীন হবে হলে সুশীল সমাজের জনগণের ভাবনা।