ময়মনসিংহের সাংবাদিকদের দাবী আগামী সপ্তাহের মধ্যে বাস্তবায়নের আহবান -সংস্কার কমিটি

Uncategorized গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন ময়মনসিংহ সংগঠন সংবাদ সারাদেশ

নিজস্ব প্রতিনিধি (ময়মনসিংহ)  :  ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কারের দাবীতে (সংস্কার কমিটি) এর আয়োজনে মঙ্গলবার ৪ ফেব্রুয়ারী ২০২৫ বিকাল ৫ ঘটিকায় দুর্গাবাড়ী রাইট পয়েন্ট অস্থায়ী কার্যালয়ে উপহার সামগ্রী বিতরনকালে সাংবাদিকদের সভা অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন

ময়মনসিংহ প্রেসক্লাব (সংস্কার কমিটি)’র মূখ্য সংগঠক শিবলী সাদিক খান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক বদরুল আমীন, জহর লাল দে, আলমগীর হোসেন উজ্জ্বল খান, আরিফ রেওগীর মুজিবর রহমান অনিন্দ্য মিন্টু প্রমুখ।


বিজ্ঞাপন

এ সময় সাংবাদিক বক্তারা বলেন, “প্রেসক্লাব ফর প্রেসম্যান” দাবী আদায়ের আন্দোলন ময়মনসিংহে সর্ব মহলে ন্যায় সংগত স্বীকৃতি পেয়েছে। জেলা প্রশাসন ইতিমধ্যে সাংবাদিকদের সংশ্লিষ্ট প্রস্তাবনা নিয়ে কাজ শুরু করেছেন। আমরা সাংবাদিকদের দাবি অধিকার মর্যাদা বাস্তবায়নে আর কালক্ষেপণ চাই না।


বিজ্ঞাপন

আগামী এক সপ্তাহের সকল পক্ষ নিয়ে সমঝোতা বৈঠক আহবান করে ময়মনসিংহ প্রেসক্লাবের সমস্যা সংকট নিরসনে জেলা প্রশাসনের প্রতিশ্রুত উদ্যোগ গ্রহন করার আহবান জানিয়েছেন সংস্কার কমিটির নেতৃবৃন্দ। সভা শেষে বিভাগীয় কমিশনার কর্তৃক উপহার সামগ্রী কম্বল সকল সাংবাদিকদের মাঝে বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন গোলাম কিবরিয়া পলাশ, মাইন উদ্দিন উজ্জ্বল, সুমন ভট্রাচার্জ সাদেকুর রহমান, আবুল কালাম আজান, মীর বাবুল, মফিদুল ইসলাম লাভলু, রোকসানা আক্তার, সজিব বিপিন, আরিফ রব্বানী, আশিকুর রহমান মিঠু আবুজর গিফার জাফর, তারিকুল ইসলাম লিটন, মমতাজ বেগম পপি, মাহমুদুল্লাহ রিয়াদ, মোশারফ হোসেন জুয়েল, আমিনুল ইসলাম, বিসু সাহা, সেলিম আকন্দ, আব্দুল হাকিম, খোকন সাহা, মিজানুর রহমান মিজান, মারুফ হোসেন শেখ মোঃ দ্বীন ইসলাম প্রমুখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *