পটুয়াখালীর কলাপাড়ায় ৫৩ তম শীতকালীন মাধ্যমিক পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত 

Uncategorized গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন শিক্ষাঙ্গন সারাদেশ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি  : পটুয়াখালী কলাপড়ায় ৫৩ তম শীতকালীন স্কুল মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি )দুপুর তিনটায় খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে বিজয়ী প্রতিযোগীদের পুরস্কার বিতরণ করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দ্বায়িত্ব) মোঃ মনিরুজ্জামান খান।


বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলার মাধ্যমিক পর্যায়ের স্কুল ও মাদ্রাসার প্রতিষ্ঠান প্রধানগণ শরীরচর্চা শিক্ষকগণ এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীবৃন্দ।


বিজ্ঞাপন

এ সময় তিন দিনব্যাপী অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। উপহার পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।


বিজ্ঞাপন

উপজেলা একাডেমিক সুপারভাইজার ও শিক্ষা কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান খান জানান, গত ২, ৩ এবং ৪ ফেব্রুয়ারি ক্রিকেট ভলিবল ও ব্যাডমিন্টন ইভেন্ট এবং আজ ৫ ফেব্রুয়ারি এথলেটিক ইভেন্টের সকল খেলা সম্পন্ন হয়েছে।

তিনি আরও জানান, শিক্ষার্থীদের সুস্থ দেহ এবং সুন্দর মন গঠনে খেলাধুলার ভূমিকা অপরিসীম। তাই প্রতিষ্ঠান পর্যায়ে শিক্ষার্থীদের খেলাধুলার গুরুত্ব আরোপে শিক্ষকদের প্রতি নির্দেশনা প্রদান করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *