ঝালকাঠি (বরিশাল) প্রতিনিধি : বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি পেশ করা হয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ নন-এমপিও শিক্ষক কর্মচারী পরিষদ বরিশাল জেলা শাখার উদ্যোগে জেলা সভাপতি আঃ ছালাম ও সাধারণ সম্পাদক সেলিম চৌধুরীর নেতৃত্বে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক আনছার উদ্দিন মল্লিক কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্লাবন সরকার, সহ-সভাপতি লাবনী আক্তার, ফয়সাল কবির ও যুগ্ম সম্পাদক আবুল খায়ের প্রমুখ।
![](https://ajkerdesh.com/wp-content/uploads/2024/05/WhatsApp-Image-2024-05-31-at-21.07.07_c7f123fd.jpg)
মানববন্ধনে বক্তারা বলেন, স্বীকৃতি প্রাপ্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান শর্তহীনভাবে এমপিও ভুক্ত করতে হবে। মানুষ গড়ার কারিগর নন এমপিও শিক্ষক কর্মচারী বৃন্দ অভুক্ত থেকে শ্রেণীকক্ষে পাঠদান করে যাচ্ছেন।
এটা চরম অমানবিক ও মানবতা বিবর্জিত কাজ। তারা সরকারের কাছে অনতি বিলম্বে এমপিও ভুক্ত করার দাবি জানান। বরিশাল জেলা প্রশাসক এর কাছে স্মারকলিপি প্রদান করেন।