নিজস্ব প্রতিনিধি (কক্সবাজার) :: কক্সবাজারের উখিয়ায় ৬ রাউন্ড তাজা গুলি সহ ৩ যুবককে গ্রেফতার করেছে এপিবিএন পুলিশ। এসময় তাদের ব্যবহৃত একটি মোটর সাইকেলও জব্দ করা হয়। রোববার (৯ ফেব্রুয়ারি) রাত ১২টা ৪০ মিনিটের দিকে পালংখালী ইউনিয়নের মোছরখোলা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- উপজেলার পালংখালীর নলবনিয়া এলাকার জাহেদ আলমের ছেলে আজিজুল হক (৩০), মো. সেলিমের ছেলে মাসুদ হোসেন (১৯) এবং বশির আহমদের ছেলে শহিদুল ইসলাম (২৫)। তবে এ ঘটনায় পারভেজ নামের এক যুবক পলাতক রয়েছে।
![](https://ajkerdesh.com/wp-content/uploads/2024/05/WhatsApp-Image-2024-05-31-at-21.07.07_c7f123fd.jpg)
৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক খন্দকার ফজলে রাব্বী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাতে ক্যাম্প-১৫ এলাকায় ৮ এপিবিএন পুলিশের একটি দল মোছরখোলা চেকপোস্টের সামনে অভিযান পরিচালনাকালে মোটরসাইকেল যোগে আসা ৩ যুবকের গতিবিধি সন্দেহজনক হলে তাদেরকে গাড়ি থেকে নামিয়ে দেহ তল্লাশি করা হয়। এসময় তাদের কাছ থেকে পলিথিন মোড়ানো ৬ রাউন্ড তাজা গুলি পাওয়া যায়।
পরবর্তীতে তাদের জিজ্ঞাসাবাদে পালংখালীর বটতলী এলাকার সামশুল আলমের ছেলে মো. পারভেজ (১৮) নামের এক যুবক গুলি গুলো তাদের দিয়েছে বলে জানায়। এ ঘটনায় পারভেজকে পলাতক আসামি করা হয়েছে।
তিনি আরও বলেন, জব্দ করা আলামত ও গ্রেফতারকৃত যুবকদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।