নিজস্ব প্রতিনিধি (সিলেট) : ভারতীয় গবাধিপশু (গরু)’র চালান সহ পাঁচ চোরকারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। সুনামগঞ্জের ধর্মপাশা থানা পুলিশ ৪টি পিক আপ বোঝাই ১৯টি গরু জব্দকরণ সহ ওই চোরকারবারিদেরকে আটক করে রবিবার ভোররাতে। সোমবার ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হল, ধর্মপাশা থানার পাশের মধ্যনগর থানার আলীয়ারপুর গ্রামের ফারুক মিয়ার ছেলে রাকিব, বলরামপুর গ্রামের নয়ন মিয়ার ছেলে ফাহিম, একই গ্রামের মৃত সামছুল ইসলামের ছেলে রফিকুল ইসলাম, নেত্রকোনা জেলার বারহাট্রা থানার আলুকদিয়া গ্রামের মৃত ভাগু মিয়ার ছেলে রাতুল মিয়া, ছয়হাল গ্রামের রুহুল আমিনের ছেলে মাসুদ খান।
![](https://ajkerdesh.com/wp-content/uploads/2024/05/WhatsApp-Image-2024-05-31-at-21.07.07_c7f123fd.jpg)
ওসি জানান, মধ্যনগর থানা পাশ^বর্তী ধর্মপাশা থানা পুলিশের বিশেষ অভিযান চলাকালে পাইকুরাটি পাঁকা সড়কের উপর ওই পাঁচ চোরাকারবারির হেফাজত থেকে ৪টি পিক আপ বোঝাই ১৯টি ভারতীয় চোরাচালানের গবাধিপশু (গরু) জব্দ করা হয়। জব্দকৃত পিকআপ সহ গরুর মুল্য প্রায় ৩৬ লাখ ৭৫ হাজার টাকা।
আটক পাঁচ চোরাকারবারির নামোল্ল্যেখ পূর্বক অজ্ঞাতনামা আরো ৬ চোরাকারবারির নামে ধর্মপাশা থানায় রবিবার সংশ্লিস্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।
সোমবার মধ্যনগর থানার মহেষখোলা, মাটিরাবন, বাঙ্গালভিটা সীমান্ত জনপদের একাধিক লোকজন জানান, সম্প্রতি মধ্যনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ৪০টি ভারতীয় গরুসহ চার চোরকারবারিকে আটক করে থানায় দিয়েছেন মামলাও হয়েছে।
সীমান্তবাসীর অভিযোগ মধ্যনগর থানা পুলিশের কিছু অসৎ অফিসারকে ম্যানেজ করে চোরাকারবারিরা ভারতীয় মদ, গাঁজা, ইয়াবা, থান কাপড়, শাড়ী, থ্রী পিস,কম্বল ঔষধ চিনি, ফলমুল, মসলা, কসমেটিকস, গরু , মহিষ, মোটরসাইকেল, গোলকাঠ, বাঁশ চোরাচালানের মাধ্যমে ঘুস দিয়ে এপারে নিয়ে আসছে প্রতিনিয়ত এবং সুপারী, রসুস,মাছ, সিমকার্ড, মোবাইল ফোন সেট সহ নানা মালামাল ভারতে পাচার করেই যাচ্ছে।