কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা মহানগর ২২নং ওয়ার্ডের কর্মী সভায় ফয়সাল উর রহমান পাভেল বলেন বিএনপিকে শক্তিশালী করতে ত্যাগী নেতা ও কর্মীদেরকে কমিটিকে প্রাধান্য দিয়ে ২২ নং ওয়ার্ড কমিটি গঠন করা হবে।
এছাড়াও দেশ নায়ক জননেতা তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এই কমিটি কাজ করবেন বলেও তিনি ধীরতার সাথে উল্লেখ করেন।
![](https://ajkerdesh.com/wp-content/uploads/2024/05/WhatsApp-Image-2024-05-31-at-21.07.07_c7f123fd.jpg)
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফয়সাল উর রহমান পাভেল কুমিল্লা মহানগর যুবদলের আহ্বায়ক, আরও বক্তব্য রাখেন রোমন হাসান সদস্য সচিব, রিয়াজ উদ্দিন সিনিয়র যুগ্ম আহ্বায়ক, হাসাম মজুমদার যুগ্ম আহ্বায়ক ও মোঃ মোতালেব হোসেন কুমিল্লা মহানগর যুবদলের সদস্য।
কর্মী সভাটি অনুষ্ঠিত হয় আজ সন্ধায় কুমিল্লা মহানগর ২২নং ওয়ার্ডের হাজী একরাম উদ্দিন স্কুল এন্ড কলেজের মাঠ প্রাঙ্গণে।