মোঃ সাইফুর রশিদ চৌধুরী : গোপালগঞ্জে ভগবান পতিত পাবন মুক্তিবারিধী শ্রীশ্রী গুরুচাঁদ ঠাকুরের আশীর্বাদ পুষ্ট ও স্নেহধন্য ডাঃ তারিনী বালার ২৪ তম মতুয়া সম্মেলন ও মহোৎসব অনুষ্ঠিত।
![](https://ajkerdesh.com/wp-content/uploads/2025/02/Final-____OK.png)
শুক্রবার ১৪-ফেব্রুয়ারি বিকেলে সদর উপজেলার বৌলতলী কৃষ্ণপুর শ্রীশ্রী হরি মন্দির মাঠ প্রাঙ্গনে, মন্দিরের সভাপতি ব্রজবাসী বল এর সভাপতিত্বে এ মতুয়া সম্মেলন ও মহোৎসব অনুষ্ঠিত হয়েছে।
![](https://ajkerdesh.com/wp-content/uploads/2024/05/WhatsApp-Image-2024-05-31-at-21.07.07_c7f123fd.jpg)
উক্ত সম্মেলনে ডাঃ তারিনি বালার কর্মময় জীবন নিয়ে আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি এবং জেলা বিএনপি’র বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য এম এইচ খান মঞ্জু।
তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীদের পাশে আগেও ছিলাম এখনো আছি। আপনারা নির্ভয়ে আপনাদের ধর্ম পালন করবেন। আপনাদের দিকে কেউ কুদৃষ্টি দিলে তাৎক্ষণিক আমাকে জানাবেন আমি ব্যবস্থা নেবো। আমি এবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র দলীয় মনোনয়নের মাধ্যমে সংসদ নির্বাচন করবো আপনাদের দোয়া ও আশীর্বাদ চাই।
এসময় বিশেষ অতিথি হিসেবে জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক মেজর অবসর অহিদুল হক মোল্লা, প্রধান বক্তা কেন্দ্রীয় কালিবাড়ি মন্দিরের সভাপতি রমেন্দ্রনাথ সরকার, জেলা বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক এস এম সুমন, ডাক্তার উদ্ধব পান্ডে, সুশীল কুমার বলসহ হাজারো ভক্তরা উপস্থিত ছিলেন।