রাজধানীর রামপুরায় আইডিয়াল ফাস্ট এইড ট্রেনিং সেন্টারের শিক্ষার্থীদের মাঝে সনদ প্রদান

Uncategorized জাতীয় ঢাকা বিশেষ প্রতিবেদন রাজধানী শিক্ষাঙ্গন

নিজস্ব প্রতিবেদক :  রাজধানী রামপুরা শাখার আইডিয়াল ফাস্ট এইড ট্রেনিং সেন্টার প্রশিক্ষণার্থীদের আয়োজনে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদানকারী চিকিৎসকদের প্রশিক্ষণ শেষে সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৫ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যা ৭ টার দিকে ঢাকা খিলগাঁও আল-কাদরিয়া রেস্টুরেন্টে এ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।


বিজ্ঞাপন

আইডিয়াল ফাস্ট এইড ট্রেনিং সেন্টারের উপদেষ্টা, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, ট্রেনিং সেন্টারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম (রিপন)।


বিজ্ঞাপন

ট্রেনিং সেন্টার রামপুরা শাখার পরিচালক মোঃ আমিনুল ইসলাম বুলবুল এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের উপদেষ্টা সদস্য মোহাম্মদ মনির হোসেন (মুন্না), উপদেষ্টা সদস্য শেখ মোঃ শহিদুল ইসলাম, সিনিয়র প্রশিক্ষক ডাঃ মোহাম্মদ সাহেদুজ্জামান (চৌধুরী), বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির কেন্দ্রীয় প্রচার সম্পাদক আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আলম তালুকদার, গ্রাম ডাক্তার মোহাম্মদ জাফর আহাম্মদ এবং প্রশিক্ষণার্থী মোঃ মশিউর রহমান।


বিজ্ঞাপন

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সাংবাদিক মোঃ আব্দুল হক, মোস্তাফিজুর রহমান, মোস্তফা কামাল আব্বাসী ও মোঃ শাহজাহান বাশার। অনুষ্ঠানে বক্তারা প্রাথমিক চিকিৎসকদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে বলেন , প্রাথমিক চিকিৎসকরা গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলের অসহায় মানুষদের প্রাথমিক চিকিৎসা, স্বাস্থ্যসেবা ও পরামর্শ দিয়ে সহযোগিতা করেন।

এতে তৃণমূল মানুষের স্বাস্থ্য সুরক্ষায় যথেষ্ট ভূমিকা রাখতে সহায়ক হিসেবে যথেষ্ট অবদান রাখে। এছাড়াও জটিল ও কঠিন রোগীদের সরকারি হাসপাতাল ও বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছে রেফার করে থাকেন। প্রাথমিক চিকিৎসা সেবা প্রদানকারীদের স্বাস্থ্য সেবায় অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বক্তারা সনদ গ্রহণকারীদের নিষ্ঠার সাথে সাধারণ মানুষের চিকিৎসা সেবা প্রদান করার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র প্রদান করেন অতিথিসহ আইডিয়াল ফাস্ট এইড ট্রেনিং সেন্টারের পরিচালক বৃন্দ।

অনুষ্ঠান আয়োজনের জন্য প্রশিক্ষণার্থীদের অক্লান্ত পরিশ্রমের এবং সুশৃঙ্খল ভাবে প্রাথমিক প্রশিক্ষণ সম্পন্ন করায় তাদের প্রশংসা করা হয়। পরে সভাপতির নির্দেশ ক্রমে রাতের খাবার পরিবেশনের মধ্যদিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *