নিজস্ব প্রতিনিধি (সিলেট) : জাদুকাটা নদীর পাড় (তীর) কেটে খনিজ বালি পাথর চুরির সময় তিন জনকে আটক করেছে ভ্রাম্যমান আদালত। আটককৃতরা হল, উপজেলার মো. আনজু মিয়া, ছিদ্দিক মিয়া, হানিফ মিয়া ।বুধবার সুনামগঞ্জ জেলা প্রশাসনের মিডিয়া সেল এ তথ্য গণমাধ্যম কে নিশ্চিত করেন।

মিডিয়া সেল জানায়, তাহিরপুরের প্রবাহমান সীমান্তনদী জাদুকাটার নদীর বড়টেক, নির্মাণাধীন জাদুকাটা সেতু সংলগ্ন, রাজারগাঁও অদ্বৈত প্রভুর আখড়া বাড়ি (মন্দির) সংলগ্ন, জামাইল্যার চর এলাকায় নদীর পাড় (তীর) কেটে মঙ্গলবার খনিজ বালি পাথর চুরি করে নিয়ে যাবার সময় ভ্রাম্যমান আদালত ওই তিন জনকে আটক করেন।

এরপর তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আবুল হাসেম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক সময় ওই তিন জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
