
নিজস্ব প্রতিনিধি : রাজধানীর পশ্চিম নাখালপাড়ার ৩২০ নাম্বার বাড়ি। এই বাড়ির সামনে রাস্তার অর্ধেক দখল করে বানানো হয়েছে তাদের রান্না ঘর। যে কারনে পথচারীদের চলাচলে বিভ্রান্তিতে পড়তে হয়। এমন অভিযোগের সত্যতা যাচাই করতে সোমবার (১৭ ফেব্রুয়ারি) সরেজমিনে গিয়ে দেখা যায়, বাড়ির সামনে মহিলারা রান্না করছে। রাস্তার অর্ধেক তাদের রান্নাঘরের দখলে বাকি অর্ধেকটায় কয়েকজন মহিলা দাঁড়িয়ে গল্পগুজব করছে। কেউ টুল পেতে বসে আছে। একজন পথচারী রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় এসব মহিলাদের পাশ কাটিয়ে অথবা তাদের মাঝখান দিয়ে যেতে হয়।
পাশের বাড়ির খোকন অভিযোগ করেন, ‘প্রায় সময় পথচারীদের সঙ্গে রান্নায় থাকা মহিলাদের ঝগড়া লেগেই থাকে। রাস্তায় বাচ্চাদের খেলাধুলা করতে দেয়না। বাড়ির ভেতরে রান্না ঘরের জায়গায় ঘর তুলে ভাড়া দিবে আর রাস্তায় বসে রান্না করবে শহরে এধরনের কান্ড কোনোভাবেই যুক্তিসঙ্গত নয়।’
নাখালপাড়ার বাসিন্দা নাজমা আক্তার বলেন, এই বাড়ির মহিলারা সারাদিন রাস্তায় বসে রান্না করে তারা এলাকার পরিবেশ নষ্ট করছে। তারমধ্যে আবার রাস্তার অর্ধেক তাদের দখলে। এছাড়া এই বাড়ির ভেতরে একটু জায়গা ফাঁকা রাখেনি সব ঘর তুলে ভাড়া দিয়েছে। সকাল বেলা দেখা যায় বাড়ির লোকজন রাস্তায় দাঁড়িয়ে দাঁতব্রাশ করছে। এলাকার পরিবেশ তাদের জন্য বস্তিতে রুপ নিয়েছে’
বাবু অভিযোগ করেন, ‘এই বাড়ির ছেলেরা সন্ত্রাসী। তাদের কেউ কিছু বললে জীবন নিরাপত্তা হুমকির মুখে পড়ে। ভয়ে কেউ কিছু বলে না। রাস্তা থেকে এই বাড়ির রান্না ঘর উচ্ছেদ করতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।’
Post Views: 229