ময়মনসিংহে বিভাগীয় পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালক-বালিকা) শুভ উদ্বোধন

Uncategorized খেলাধুলা গ্রাম বাংলার খবর জাতীয় ফুটবল বিশেষ প্রতিবেদন ময়মনসিংহ সারাদেশ

ময়মনসিংহ  প্রতিনিধি : ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ের প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট (বালক বালিকা) উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) এর ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন

আজ সোমবার ১৭ ফেব্রুয়ারি বিভাগীয় প্রাথমিক শিক্ষা কার্যালয় ময়মনসিংহ এর আয়োজনে ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।


বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিনা আক্তার। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) ডা. শামীম রহমান, প্রাথমিক শিক্ষা, ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক তাহমিনা খাতুন।


বিজ্ঞাপন

প্রধান অতিথি বক্তব্যে বলেন, আমাদের ছেলে- মেয়েদের একজন মানবিক ও সঠিক মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রাথমিক পর্যায়ে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। এছাড়াও তাদের সুস্থ জীবন গঠনে প্রয়োজন খেলাধুলা ও শরীরচর্চার মত কর্মকাণ্ড। তাই শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নেই।

তিনি আরো বলেন, এইসব প্রতিযোগিতা শুধু তাদের মানসিক বিকাশের জন্য নয়, ভবিষ্যতে তাদের নেতৃত্বদানের গুণাবলী বিকশিত করে।

সভাপতির বক্তব্যে ময়মনসিংহ প্রাথমিক শিক্ষা বিভাগীয় উপপরিচালক মোঃ জালাল উদ্দিন বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের সৃজনশীল হয়ে গড়ে ওঠার ক্ষেত্রে সহায়তা প্রদান করে। তাই প্রত্যেকটি শিক্ষার্থীর জীবনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম।

উদ্বোধনী খেলায় বালক পর্বে ময়মনসিংহ জেলা বনাম জামালপুর জেলা এবং শেরপুর বনাম নেত্রকোনা জেলার খেলা অনুষ্ঠিত হয়। এছাড়া বালিকা পর্বে শেরপুর বনাম ময়মনসিংহ এবং জামালপুর বনাম নেত্রকোনার খেলা অনুষ্ঠিত হয়। এখানে উল্লেখ্য যে টুর্নামেন্টের ফাইনাল খেলা ১৮ ফেব্রুয়ারি ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে অনুষ্ঠিত হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *