শেরপুরের  শ্রীবরদী সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ-২০২৫ এর শুভ উদ্বোধন

Uncategorized গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন শিক্ষাঙ্গন সারাদেশ

নিজস্ব প্রতিনিধি  :  বাংলাদেশের সীমান্তবর্তী গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত ছায়া সুনিবিড়, শান্তস্নিগ্ধ লোকালয় শেরপুর জেলার শ্রীবরদীতে অবস্থিত শ্রীবরদী সরকারি কলেজে বর্ণিল আয়োজনে উদ্বোধন করা হলো বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ-২০২৫ এর।


বিজ্ঞাপন

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই কলেজের সাবেক অধ্যক্ষমণ্ডলী। উদ্বোধনী বক্তব্যে কলেজের বর্তমান অধ্যক্ষ প্রফেসর এ.কে.এম আলিফ উল্লাহ আহসান বলেন : ‘খেলাধূলা ও বিশুদ্ধ সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীর প্রতিভাকে বিকশিত করে।


বিজ্ঞাপন

এ ধরনের আয়োজন নিয়মিত হলে শিক্ষার্থীরা আনন্দের পাশাপাশি নিজেদের প্রতিভার স্ফূরণ ঘটাতে পারে।’ উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালনা করেন প্রভাষক জনাব শাহনাজ পারভীন।এ সময় উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আক্রাম হোছাইন।


বিজ্ঞাপন

আরো উপস্থিত ছিলেন প্রফেসর মোফাজ্জল হোসেন, প্রফেসর নাসির উদ্দীন, প্রফেসর হাসান বিন রফিক, প্রফেসর সুরুজ্জামান, প্রফেসর আবু বক্কর, প্রফেসর বানীন, প্রফেসর বিলকিস আক্তার ও শিক্ষক পরিষদের সম্পাদক জনাব রিফাত আহমেদসহ অন্যান্য শিক্ষক-কর্মকর্তাবৃন্দ।

আয়োজক কমিটির আহ্বায়ক জনাব মোহাম্মদ হামিদুর রহমান জানান : আগামি ২৪ ফেব্রুয়ারি ক্রীড়া ও শিক্ষা সপ্তাহ-২০২৫ এর পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে সমাপনী অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *