রাজধানীর জুরাইন কলেজ রোডের সন্ত্রাসী শুক্রর আলী গ্রুপের সাথে এলাকাবাসীর সংঘর্ষ আহত ৪

Uncategorized অপরাধ আইন ও আদালত জাতীয় ঢাকা বিশেষ প্রতিবেদন রাজধানী

নিজস্ব প্রতিবেদক  : ঢাকার রাজধানী কদমতলী পুর্ব জুরাইন কলেজ রোডের সন্ত্রাসী শুক্কুর গ্রুপের সাথে আজ রাত ১১ টার দিকে জুরাইন ওয়াসা গলির এলাকাবাসীর সাথে সংঘর্ষ, এতে দুই পক্ষের ৪ জন আহতো হয়। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে । ওয়াসা গলির সাধারণ মানুষ জানান,সন্ত্রাসী শুক্কুর আলীর নির্দেশে দুই গ্রুপের মধ্যে মারামারি হয়। ভুক্তভোগীরা জানান,প্রায় সময় আমাদের মহল্লার ভিতরে ঢুকে সন্ত্রাসী শুক্কুরের পালিত সন্ত্রাসীরা গাজা ইয়াবা ব্যাবসা করে ও খায়। এলাকার লোক জন তাদেরকে নিষেধ করার কারণে, তর্ক বিতর্ক হয়।


বিজ্ঞাপন

এরই জেরে সন্ত্রাসী শুক্কুর বাহিনীর লোকজন চাপাটি, রানদা,ছুরি,চাইনিজ কুরাল,সেন লোহার রডসহ দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটায়। এসময় কয়েকটি ককলেট বোম ফুটায়। এলাকা থমথমে অবস্থা বিরাজ করছে।
এলাকার কয়েক জন মুরুব্বী নাম না প্রকাশ করার শর্তে জানান, সন্ত্রাসী শুক্রর বাহিনী লোকজনের কাছে এলাকার মানুষ জিম্মি। তার ভয়ে কেউ কিছু বলতে পারে না ।


বিজ্ঞাপন

এক ভুক্তভোগী জানান, শুক্রর বাহিনী জুরাইন এলাকায় একটি বড় সন্ত্রাসী বাহিনী গড়ে তুলেছে। তার কোন রাজনৈতিক পরিচয় লাগে না, যখন যে দল ক্ষমতায় থাকে সন্ত্রাসী শুক্কুর বাহিনীর সেই দল।


বিজ্ঞাপন

তার বাহিনীর প্রদান কাজ হচ্ছে মাদক বেচা কেনা করা, ও টাকার বিনিময় মানুষ খুন করার অভিযোগ। আরেএক ভুক্তভোগী জানান, ৫ই আগস্টে টাকার বিনিময় ছাত্র-জনতার ওপর গুলি চালিয়েছে তার বাহিনী ।এলাকার এক যুবক জানান,

সন্ত্রাসী শুক্কুরের নামে কয়েকটি মার্ডার মামলা রয়েছে। যা তদন্ত করলে থলের বিড়াল বেরিয়ে আসবে। এলাকাবাসী দাবি ওয়াসা গলির ভিতর অনেক সিসি টিভি রয়েছে,যা তদন্ত করলে আসল রহস্য বেরিয়ে আসবে ও এই সন্ত্রাসী বাহিনীকে ধরে আইনের সর্বস্ত শাস্তি দেওয়া হোক।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *