ভূমিহীন কৃষক শ্রমিক জনতার ঐক্যের আহ্বানে গণ-জমায়েত

Uncategorized জাতীয় ঢাকা বিশেষ প্রতিবেদন রাজধানী রাজনীতি সংগঠন সংবাদ

নিজস্ব প্রতিবেদক  : বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের উদ্যোগে ভূমিহীন কৃষক শ্রমিক জেলে তাতী কামার কুমারসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের রাষ্ট্রের মালিকানায় ন্যায্য হিস্যা আদায়ে ভূমিহীন কৃষক শ্রমিক জনতার ঐক্যের আহ্বানে গণ-জমায়েত ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন

মানববন্ধনে সভাপতির বক্তব্যে বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সেখ নাছির উদ্দিন বলেন, ভূমিহীন কৃষক শ্রমিক জেলে তাঁতী কামার কুমার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের রাষ্ট্রের মালিকানার ন্যায্য হিস্যা চাই। বৃটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে এ পর্যন্ত যতো আন্দোলন সংগ্রাম হয়েছে সর্বত্র কৃষক শ্রমিক মেহনতি মানুষ অবদান রেখেছি কিন্তু এখনো আমরা ন্যায্য সম্মান অধিকার বুঝে পাইনি। বিভিন্ন রাজনৈতিক দল আমাদেরকে তাদের অঙ্গ সংগঠন করে, তাদের লাঠিয়াল বাহিনী বা হাতিয়ার হিসেবে ব্যবহার করে তাদের এজেন্ডা বাস্তবায়ন করে, নেতা হয়, এমপি-মন্ত্রী হয়ে তাদের নিজের ভাগ্য পরিবর্তন করে। কৃষক শ্রমিক জনতার ভাগ্যের পরিবর্তন হয় না। এই কলোনিয়াল বৃটিশ পদ্ধতির রাজনীতি ও সংবিধানের ক্ষমতাতন্ত্র আমাদের ভাগ্য পরিবর্তনের বড় বাঁধা। সাধারণ মানুষের কাঁধে পা রেখে ব্যবসায়িক মাফিয়া সিন্ডিকেট সংসদে বসে আইন তৈরি করে, সেই আইনে আমাদেরকে শাসন-শোষন লুটপাট-নির্যাতন করে।


বিজ্ঞাপন

তিনি আরো বলেন, কৃষকেরা কর্পোরেট কোম্পানীর কাছে আজ জিম্মি। শ্রমিকরা তার ন্যায্য পারিশ্রমিক পাচ্ছে না। সকল রাজনীতিবিদ মাফিয়া সিন্ডিকেট আমাদের ভ্যাট-ট্যাক্সের টাকা বিদেশে পাচার করে, নিজেদের বিলাসী জীবন নিশ্চিত করে, আর ঋণের বোঝা আমাদের মাথার উপর চাপিয়ে দেয়।


বিজ্ঞাপন

গণ-জমায়েতে প্রধান বক্তার বক্তব্যে বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক ছামিউল আলম রাসু বলেন, যখন সরকার বা দলের পরিবর্তন হয় তখন দলের বড় নেতারা বিদেশে গিয়ে আরাম-আয়েশে থাকে আর দেশের সাধারণ সমর্থনকারীরা বিভিন্ন হামলা-মামলা হয়রানির শিকার হয়। রাজনীতিবিদ আমলা মাফিয়ারা উন্নয়নের নামে শহর ভিত্তিক মেগা প্রজেক্ট করে মেগা দুর্নীতি করে। উন্নয়নের নামে এসব দুর্নীতি আর চলবে না। আমরা কৃষক ভূমিহীন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রাষ্ট্রের সংখ্যাগরিষ্ট নাগরিক অথচ সরকারি নীতি নির্ধারণে আমাদের কোন প্রতিনিধি নাই। আমরা বরাবরই বঞ্চিত তাই বৃটিশ কলোনিয়াল সংবিধান সংস্কার করে আমাদের মালিকানা, অংশীদারিত্ব নিশ্চিত করার জন্য সংবিধান সংস্কারের নির্বাচনের পরে সরকার গঠনের নির্বাচন দিতে হবে।

তিনি আরো বলেন, এদেশে মওলানা ভাসানী, এ কে ফজলুল হক, যোগেন মন্ডলসহ আরো অনেকে বিভিন্ন সময় ভূমিহীন কৃষক শ্রমিক জেলে তাঁতী কামার কুমার সাধারণ মজলুমের অধিকার আদায়ের সংগ্রাম করেছেন। তাঁরা মুক্তির পথপ্রদর্শক ছিলেন। পরবর্তীতে এসব নেতার পোটলা বহনকারীরা বা বিভিন্ন শক্তির কাছে বিক্রি হয়ে এমপি মন্ত্রী হয়ে মওলানা ভাসানীর আর্দশের সাথে বেঈমানী করেছে। তাই আমরা “বাংলাদেশ ভূমিহীন আন্দোলন” সকল ভূমিহীন কৃষক শ্রমিক জেলে তাঁতী কামার কুমারসহ বিভিন্ন শ্রেণী পেশার মজলুমের অধিকার আদায়ে নিজেদের নেতৃত্বে একত্রিত হওয়ার আহ্বান জানাইতেছি।

এ সময় বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের পক্ষ থেকে সরকারের উদ্দেশ্যে ৩ দফা দাবি উপস্থান করা হয়। ১। সকল জেলা-উপজেলায় গণআলোচনার ব্যবস্থা করে সাধারণ মানুষের মতামতের ভিত্তিতে সংবিধান সংস্কার করতে হবে। সংবিধান সংস্কারের পরে অথবা সংস্কারের নির্বাচন আর সংসদ নির্বাচন এক নির্বাচনের মাধ্যমে সম্পন্ন করতে হবে। ২। আনুপাতিক ভোটের মাধ্যমে ভূমিহীন কৃষক শ্রমিকের প্রতিনিধি নিশ্চিত করতে হবে। সংসদ সদস্যরা যাতে নিজেরা নিজেদের কথা বলতে পারে সেই লক্ষ্যে ৭০ অনুচ্ছেদ সংস্কার করতে হবে। ৩। কর্পোরেট সিন্ডিকেট থেকে কৃষক শ্রমিক জনতাকে মুক্তি দিতে হবে।

মানববন্ধনে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের অর্থ সম্পাদক ছামসউদ্দিন রাকিব, দপ্তর সম্পাদক মোঃ মহসিন মিয়া, নারায়ণগঞ্জ জেলা শাখার আহবায়ক মোঃ জিয়াউল হক, সদস্য সচিব মোঃ রাকিব, সাতক্ষীরা জেলা আহবায়ক মোঃ আশরাফুল ইসলাম গাজী, ফজরআলী গাজী, নারী নেত্রী মনোয়ারা, নোয়াখালী সবর্নচরের শ্রিমতি ভাগতি মজুমদার প্রমুখ। অতিথি হিসেবে বক্তব্য রাখেন কবি গবেষক লেখক আলহামরা নাসরীন হোসেন লুইজা, সমতা পার্টি’র আহবায়ক হানিফ বাংলাদেশী, শহীদ আবু সাইদ এর হত্যা মামলার সাক্ষী রাষ্ট্র সংষ্কার ছাত্র আন্দোলনের নেতা আবদুল্লাহ আল মাসুদ, গণমুক্তি মঞ্চের আহ্বায়ক সাকিব প্রত্যয় প্রমুখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *