পটুয়াখালীর কলাপাড়ায় ব্রাক ওয়াশ কর্মসূচির অবহিতকরন সভা অনুষ্ঠিত

Uncategorized কর্পোরেট সংবাদ গ্রাম বাংলার খবর জাতীয় বরিশাল বিশেষ প্রতিবেদন সারাদেশ স্বাস্থ্য

কলাপাড়া  (পটুয়াখালী) প্রতিনিধি  : পটুয়াখালীর কলাপাড়ায় বেসরকারি উন্নয়ন সংস্থা ব্রাক এর ইনক্রিজ এক্সেজ টু ইমপ্রুভড ওয়াটার, স্যানিটেশন এন্ড হাইজিন সার্ভিস ইন স্কুল এক্সেস বাংলাদেশ’র ওয়াটার স্যানিটেশন এন্ড হাইজিন(ওয়াস) প্রকল্পের আওতায় ২০২৫ সালে উপজেলার ৭টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় নিরাপদ পানি, পয়নিষ্কাশন ও হাইজিন নিয়ে কাজ করার লক্ষ্যে প্রারম্ভিক অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন

বৃহস্পতিবার(২০ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় উপজেলা প্রশাসনের সভাকক্ষে ব্রাক ওয়াস কর্মসূচি কলাপাড়া, পটুয়াখালীর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিউল ইসলাম।


বিজ্ঞাপন

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.মনিরুজ্জামান খান, জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা মো.ইব্রাহীম, মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা আক্তার, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, ব্র্যাক ওয়াশ কর্মসূচির পটুয়াখালী জেলা ব্যবস্থাপক মো: সুলতান উদ্দিন, মো: নেফাজ উদ্দিন ব্র্যাক জেলা সমন্বয়কারী, মো: শফিকুল ইসলাম জেলা ব্যবস্থাপক বরগুনা, মো: হাসান তালুকদার ডেপুটি ম্যানেজার (টেকনিক্যাল) পটুয়াখালী, মো: আবু সালে মূসা কর্মসূচি সংগঠক কলাপাড়া প্রমুখ।


বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন উপজেলার মাধ্যমিক স্তরের বিদ্যালয় ও মাদ্রাসার প্রধানগণ, উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং প্রকল্পের কাজ সম্পৃক্ত কর্মকর্তাবৃন্দ।

ব্র্যাক ওয়াশ কর্মসূচির পটুয়াখালী জেলা ব্যবস্থাপক মো: সুলতান উদ্দিন বলেন, এই প্রকল্পের আওতায় কলাপাড়া উপজেলায় গত বছর ২টি মাধ্যমিক বিদ্যালয় এবং ৭টি মাদ্রাসায় ওয়াশ ব্লক, বিশুদ্ধ পানির ব্যাবস্থা এবং শিক্ষার্থীদের স্বাস্থ্য সহায়তা প্রদান করা হয়েছে। ব্রাকের এ ধরনের কার্যক্রম বিশ্বের ১২টি দেশে চলমান রয়েছে বলে জানিয়েছেন তিনি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *