সাভারে “অপারেশন ডেভিল হান্ট ”  : ছাত্র-জনতা হত্যা মামলাসহ বিভিন্ন মামলার ১১ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ

Uncategorized অপরাধ আইন ও আদালত জাতীয় ঢাকা প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

নিজস্ব প্রতিবেদক  : সাভারের আশুলিয়ায় ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযান পরিচালনা করে ছাত্র-জনতা হত্যা মামলাসহ বিভিন্ন মামলার ১১ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।


বিজ্ঞাপন

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার আশুলিয়ায় বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।


বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃতরা হলেন যথাক্রমে,   জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার আকন্দপাড়া এলাকার হাবিবুর রহমানের ছেলে ইয়াসিন (৩০), গাইবান্দা জেলার পলাশবাড়ী থানার গুর্জ বিষ্ণুপুর গ্রামের মো. আনোয়ার হোসেনের ছেলে ওমর ফারুক ওরফে হাসান (৩৪), বাগেরহাট জেলার চিতলমারী থানার শ্যামপাড়া গ্রামের মৃত লিয়াকত আলী খানের ছেলে বাদল খান (২৮), মাগুরা জেলার সদর থানার ভাটপাড়া গ্রামের সরোয়ার বিশ্বাসের ছেলে রুবেল হোসেন (২৬), নওগাঁ জেলার পুর্শা থানার কলোনি এলাকার মৃত হযরত আলীর ছেলে হাবিল (২৫), আশুলিয়ার চাকলগ্রাম পশ্চিমপাড়া এলাকার নূর ইসলামের ছেলে মিলন মাহমুদ (৩২), একই থানার জিরাবো পূর্বপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে জাহিদ হাসান (৩৫), হাজী জিল্লুর রহমানের ছেলে জামাল হোসেন (৩০), জামগড়া এলাকার মোফাজ্জল মোল্লার ছেলে কাউসার মোল্লা (৩৪) ও ভাদাইল পূর্বপাড়া এলাকার আসাদ মিয়ার ছেলে জাকারিয়া (২১) এবং সাভারের রেডিও কলোনী উত্তর জামসিং এলাকার তাঁরা ইসলামের ছেলে স্বাধীন ইসলাম রিপন (২৩)।
পুলিশ জানায়, সারাদেশে চলমান অপারেশন ডেভিল হান্টের ধারাবাহিকতায় বৃহস্পতিবার দিনে ও রাতে আশুলিয়া থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন মামলায় ১১জনকে গ্রেপ্তার করা হয়। যারা চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত।


বিজ্ঞাপন

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম সিদ্দিকী বলেন, আশুলিয়া থানার বিভিন্ন এলাকায় অপারেশন ডেভিল হান্ট অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার ১১ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ দুপুরে গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

👁️ 1 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *