জামালপুরের সরিষাবাড়ীতে শিক্ষা সফরের বাসে শিক্ষার্থীর মাথায় গাছের ডালের আঘাতে মৃত্যু

Uncategorized গ্রাম বাংলার খবর জাতীয় দুর্ঘটনার সংবাদ বিশেষ প্রতিবেদন শিক্ষাঙ্গন সারাদেশ

সরিষাবাড়ী ( জামালপুর) প্রতিনিধি  : জামালপুরের সরিষাবাড়ীতে শিক্ষা সফরের চলন্ত বাসের জানালা দিয়ে মাথা বের করে রাখায় কাঠাল গাছের ডালের আঘাতে দশম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার(২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে আটটার দিকে উপজেলার কামরাবাদ ইউনিয়নের সোনাকান্দর মোড়ে এ আর্কস্মিক দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাস চালক সহ দুই হেলপারকে পুলিশ আটক করেছে বলে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ নিশ্চিত করেছেন।


বিজ্ঞাপন

বিদ্যালয় ও শিক্ষার্থীর পরিবার সূত্রে জানা যায়, উপজেলার সাতপোয়া ইউনিয়নের ছাতারিয়া ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার উচ্চ বিদ্যালয়ের বার্ষিক শিক্ষা সফরের জন্য গাজীপুর সাফারি পার্কে যাওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করে বিদ্যালয় কর্তপক্ষ।


বিজ্ঞাপন

পূর্ব নির্ধারিত তারিখ ও সময় মোতাবেক শনিবার বিদ্যালয়ের মাঠ থেকে সকাল সোয়া ৮টার দিকে শিক্ষার্থীদের ২টি বাস ও শিক্ষকদের জন্য একটি হাইস গাড়ী সহকারে গাজীপুর সাফারী পার্কে যাওয়ার জন্য রওনা দেয়।


বিজ্ঞাপন

পথিমধ্যে উপজেলার কামরাবাদ ইউনিয়নের সোনাকান্দর এলাকায় শিক্ষা সফরের চলন্ত বাসে ছাতারিয়া ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার উচ্চ বিদ্যালয়ের কারিগরি শাখার ১০ম শ্রেণির শিক্ষার্থী রাশেদুল ইসলাম তার মাথাটি বাসের জানালা দিয়ে বের করলে রাস্তার পাশে থাকা কাঁঠাল গাছের একটি ডালের সাথে শিক্ষার্থীর মাথায় আঘাত প্রাপ্ত হয়ে গুরুতর আহত হয়।

পরবর্তীতে ওই শিক্ষার্থীকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আনা হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিক্ষার্থীকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী, শিক্ষার্থী ও এলাকাবাসীর মাঝে শোকের মাতম চলছে। নিহত শিক্ষার্থী রাশেদুল ইসলাম সাতপোয়া ইউনিয়নের চর আদ্রা গ্রামের সিদ্দিকুর রহমান সিদ্দিক এর ছেলে।

এ ব্যাপারে ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, মেধাবী শিক্ষার্থী রাশেদুল ইসলাম এর মৃত্যুতে আমরা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা গভীর শোক প্রকাশ করছি।এটি নিয়ে এলাকায় ও শিক্ষা প্রতিষ্ঠানের সকলের মধ্যে শোকের মাতম চলছে। আমরা তার আত্নার মাগফিরাত কামনা করছি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *