নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদদের স্মরণে ঢাকা মহানগর উত্তর দক্ষিনখান থানা বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে ফায়দাবাদ কেন্দ্রীয় ঈদগাঁ মাঠে জামায়াতে ইসলামীর এ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দক্ষিনখান থানার আমীর মাও: মোস্তাকিম আলম এর সভাপতিত্বে, সেক্রেটারি মাওঃ হারুনুর রশিদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহা নগর উত্তরের জামায়াতে ইসলামীর আমীর জননেতা মুহা: সেলিম উদ্দিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দীয় মজলিসের শুরা সদস্য জনাব জামাল উদ্দিন, ঢাকা ১৮ আসনের জামাতের মনোনিত প্রাথী অধ্যক্ষ আশরাফুল হক ।

এই সময় আরও উপস্থিত বক্তব্য উত্তরখান পশ্চিমের আমির মাও: নিজাম উদ্দিন ও,উত্তরখান পশ্চিমের সেক্রেটারী আ: রহমান , উত্তর খান পূর্বের সেক্রেটারী বাহার, ৪৭ নং ওয়ার্ড উত্তরের সভাপতি আখতারুজ্জামান(মানিক), আবু বকর সিদ্দিক,জাকারিয়া মাও আশরাফ উদ্দিন ,আসফ ইকবাল তামিম, এমআই প্রধান, সাইফুল ইসলাম অধক্ষ্য মঞ্জুরুল হক ,ইব্রাহিম খলিল দায়িত্বশীলগন প্রমুখ। আলোচনা সভায় বক্তারা দেশ রক্ষা ও মাতৃভাষার জন্য যারা শহীদ হয়েছেন তাদের আত্মার রুহের মাগফেরাত কামনা করেন।