জমকালো আয়োজনের মধ্য দিয়ে দৈনিক ইবি নিউজ ২৪ এর খুলনা বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

Uncategorized অন্যান্য খুলনা

মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
“আমরা দেশ ও মানুষের কথা বলি” এ শ্লোগান নিয়ে দৈনিক ইবি নিউজ২৪ খুলনা বিভাগীয় প্রতিনিধি সম্মেলন গত (২২ ফেব্রুয়ারি) সকালে খুলনার হোটেল গোল্ডেন অডিটরিয়াম কক্ষে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
দৈনিক ফুলতলা প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. সুমন সরদার। তিনি বলেন,আমরা যারা সংবাদ কর্মী তাদের উচিৎ জাতীর সামনে সত্য সংবাদ খুজে এনে উপস্থাপন করা। এতে মানুষ সত্য কে খুজে পাবে আর মিথ্যার কবর হবে। সত্য উপস্থাপনের মাধ্যমে মানুষ কে বুঝাতে হবে সংবাদ কর্মিরা সকল সময় সত্য ও দেশের হয়ে কাজ করে। সত্যতাই আমাদের মূল হাতিয়ার। সত্যতার সাথে কাজ করলে আমাদের দেশ ও জাতি আমাদের কাছ থেকে অনেক কিছু পাবে বলে আমি বিশ্বাস করি।
প্রতিনিধি সম্মেলন উদ্বোধন করেন,দৈনিক ইবি নিউজ২৪ প্রকাশক মো. মাসুম সরদার। তিনি বলেন, আমরা দেশ ও মানুষের কথা বলি। সাংবাদ কর্মিরা দিনরাত পরিশ্রম করে দেশের কল্যানে কাজ করে এবং মানুষের পক্ষে কথা বলে। আমাদের জন্যই সারা বিশ্ব জানতে পারে কখন কোথায় কি ঘটছে।
জুম কলিং এর মাধ্যমে প্রধান বক্তার বক্তব্য রাখেন- কুয়েত প্রবাসী দৈনিক ইবি নিউজ২৪ উপদেষ্টা আব্দুল জব্বার শেখ। তিনি তার বক্তব্যে ইবি নিউজ২৪ পত্রিকার সাফল্য কামনা করেন এবং এই পত্রিকাটি যাতে সকল পাঠকের মন কেড়ে সকলে অন্তরে অবস্থান করে তার জন্য সকল কে কাজ করতে বলেন।
আলোচনায় সভায় মো. জাবেদ হোসেনের সভাপতিত্বে ও মো. ফরহাদ হোসেনের পরিচালনায় উপস্থিত সাংবাদিকরা হলেন- নির্বাহী সম্পাদক এস এম মুমিন, নির্বাহী সম্পাদক রফিক ইকবাল,বার্তা সম্পাদক নাহিদ জামান,সহকারী বার্তা সম্পাদক শাহাদাৎ নোবেল হোসেন,আইসিটি বিষয়ক সম্পাদক- মো. ফরহাদ হোসেন,খুলনা বিভাগীয় প্রতিনিধি আজিজুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি নাজিম সরদার,বিশেষ প্রতিনিধি গাজী রাসেল একবার,স্টাফ রিপোর্টার আজিজুল ইসলাম,বিশেষ প্রতিনিধি মো: রফিকুল ইসলাম, মোড়েলগঞ্জ প্রতিনিধি কলি আক্তার,নড়াইল প্রতিনিধি উজ্জাল রায়,জাহাঙ্গীর আলম মুকুল,এম মুরশীদ আলী,যশোর প্রতিনিধি মো. সুমন শেখ প্রমূখ।
পরে দৈনিক ইবি নিউজ২৪ এর সম্পাদক মোঃ জাবেদ হোসেনের,সমাপনী বক্তব্যে তিনি বলেন,সাংবাদিকরা হচ্ছে জাতির বিবেক ও দর্পণ দৈনিক ইবি নিউজ২৪ হাটি হাটি পা পা করে আজ এ পর্যায়ে এসেছে , আগামীতে দৈনিক ইবি নিউজ২৪ আরো সুন্দর করে পাঠকের কাছে উপস্থাপন করবে বলে আমি বিশ্বাস করি।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *