নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়ককের বাস, ট্রাক ও প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে অন্তত ৬৩ জন আহত হয়েছে।গত ২২ ফেব্রুয়ারি শনিবার সকালে সদর উপজেলার বাসাইল এলাকায় সড়ক ও জনপথ বিভাগের সামনে এ দুর্ঘটনা টি ঘটে।আহতদের মধ্যে দুই জনকে গুরুতর অবস্থায় ঢাকা পাঠানো হয়েছে।

পুলিশ ও প্রতক্ষদর্শীরা জানান, ঢাকা-সিলেট মহাসড়ককের বাসাইল এলাকায় সকালে সিলেটগামী মাল বোঝাই একটি ট্রাকের সঙ্গে ঢাকাগামী প্রাণ আরএফএল কোম্পানির একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় পাশে চলমান অপর একটি প্রাইভেটকারের সঙ্গেও সংঘর্ষ ঘটে।এতে বাস ট্রাক ও প্রাইভেটকারে থাকা ৬৩ জন যাত্রী আহত হন।পরে আহতদের উদ্ধার করে ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে গুরুতর আহত অবস্থায় বাসের এক যাত্রী ও ট্রাকের ড্রাইভারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়।বাকিরা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি চলে যায়।

ইটাখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন জানান,আহতদের মধ্যে উন্নত চিকিৎসার জন্য বাসের এক যাত্রী ও ট্রাকের ড্রাইভারকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।দুর্ঘটনা কবলিত গাড়ি তিনটি পুলিশ হেফাজতে আছে।