পাবনার  আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়ন জামায়াতের সুধী সমাবেশ

Uncategorized গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন রাজনীতি সংগঠন সংবাদ সারাদেশ

পাবনা প্রতিনিধি  :  বাংলাদেশ জামায়াতে ইসলামীর আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়ন জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল রবিবার ২৩ ফেব্রুয়ারি একদন্ত ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের একদন্ত বারইপাড়া ঈদগা মাঠে বিকাল ৫ ঘটিকা হইতে কোরআন তেলাওয়াতের মাধ্যমে সুধী সমাবেশ শুরু হয়।


বিজ্ঞাপন

ওয়ার্ড সভাপতি ডাক্তার মোহাম্মদ রবিউল ইসলামের সভাপতিিত্বে মোঃ রুহুল আমিনের পরিচালনায় উক্ত সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মুজলিসে সুরার অন্যতম সদস্য এবং জেলা জামায়াতের নায়েবে আমীর ও আটঘরিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব হযরত মাওলানা জহুরুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আটঘরিয়া উপজেলা আমীর মাওলানা নকিবুল্লাহ, উপজেলা সুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা মোঃ আশরাফুল ইসলাম আনোয়ার, একান্ত ইউনিয়ন আমীর মাওলানা আব্দুল মালেক, সেক্রেটারি মাওলানা আব্দুল মজিদ প্রমুখ।


বিজ্ঞাপন

এছাড়াও আরো উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক কল্যাণ সভাপতি মোঃ কুতুব উদ্দিন, শিবিরের আটঘরিয়া পূর্বের সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, ইউনিয়ন শ্রমিক কল্যাণের সভাপতি মোঃ আব্দুল আহাদ, ১ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মোঃ আনিসুর রহমান, ৭ নং ওয়ার্ডের সভাপতি অধ্যাপক মাওলানা মতিউর রহমান সহ জামায়াত, শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *