কক্সবাজারের উখিয়ায় নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত

Uncategorized গ্রাম বাংলার খবর চট্টগ্রাম বিশেষ প্রতিবেদন সংগঠন সংবাদ সারাদেশ

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি :  কক্সবাজারের উখিয়ায় নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক উপজেলা স্টিয়ারিং কমিটির ৪র্থ মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জাতীয় কর্ম পরিকল্পনা স্থানীয়করণের উপর বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদান্ত গ্রহণ করা হয়। গতকাল রবিবার (২৩ ফেব্রুযারি) উখিয়া উপজেলা পরিষদ পুরাতন ভবন সংলগ্ন গ্লোবাল ট্রেইনিং সেন্টারে উক্ত মিটিং অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন

“গ্লোবাল নেটওর্য়াক অফ উইমেন পিসবিল্ডার্স” এর সহায়তায় বাংলাদেশ নারী প্রগতি সংঘ কর্তৃক বাস্তবায়নাধীন “টেকসই শান্তিতে অবদান রাখতে বাংলাদেশী নারীদের ক্ষমতায়ন” শীর্ষক প্রকল্পের আওতায় উখিয়া উপজেলার সরকারী, বেসরকারি কর্মকর্তা, নারী নেত্রী, শিক্ষক, সংস্কৃতি কর্মীদের নিয়ে গঠিত উপজেলা স্টিয়ারিং কমিটি উখিয়ায় নারীর শান্তি ও নিরাপত্তায় কাজ করে যাচ্ছে।


বিজ্ঞাপন

রবিবারে সভায় বিগত সভার বিষয়বস্তু পর্যালোচনা এবং শান্তি বিনির্মাণ প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ নিয়ে বিশদভাবে আলোচনা ও সিদান্ত গ্রহণ করা হয়।


বিজ্ঞাপন

সভায় সীমান্তবর্তী উখিয়া উপজেলায় মাদক, বাল্যবিবাহ, বহুবিবাহ, বিবাহ বিচ্ছেদ ও যৌন নিপীড়ন প্রতিরোধে সরকারি-বেসরকারি উদ্যোগে গঠিত কমিটিগুলোকে কার্যকর, গ্রাম আদালত, থানায় নারী ও শিশু বিষয়ক হেল্প ডেক্সে নারী কর্মকর্তার মাধ্যমে ষেবা নিশ্চিত করার সিদান্ত গ্রহণ করা হয়।

এছাড়াও ইতিমধ্যে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক স্টিয়ারিং কমিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা, দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের নানা কার্যক্রম সমূহের বিষয়ে অবহিত করা হয়েছে।

নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক কর্মপরিকল্পনার মূল বিষয় যথাক্রমে অংশগ্রহণ, প্রতিরোধ. সুরক্ষা ও পূর্নবাসন বিষয় সমূহ যথাযথভাবে নিশ্চিতের জন্য এডভোকেসী কার্যক্রম জোরদার করার লক্ষ্যে মাসিক কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।

উখিয়া উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা স্টিয়ারিং কমিটির সদস্য শাহিনা আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে আলোচনা করেন, কক্সবাজার সরকারি কলেজের সহকারী অধ্যাপক ও স্টিয়ারিং কমিটির সদস্য মোজাফফর আহমেদ, বালুখালী কাশেমিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সবুজ সেন, উখিয়া অনলাইন প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক জসিম উদ্দিন আজাদ, আরাকান খেলাঘরের সভাপতি এসএম জসিম উদ্দিন, উখিয়া নাগরিক ফোরামের প্রচার সম্পাদক রফিক উদ্দিন, কুতুপালং উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক চম্পা চৌধুরী, সমাজকর্মী আনজুমান আরা ও মানবাধিকার কর্মী কমরুন নেছা (তানিয়া) এ সময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) এর প্রতিনিধি এসজেডএম আবু রায়হানের সঞ্চালনায় অনুষ্ঠানে ভার্চুয়ালি মাসিক সভায় যুক্ত ছিলেন বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) কেন্দ্রীয় কার্যালয়ের সমন্বয়কারী নাসরিন বেগম।

উল্লেখ্য, নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নে বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) ও উপজেলা স্টিয়ারিং কমিটি মুখ্য ভুমিকা পালন করে যাচ্ছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *