নিজস্ব প্রতিবেদক : করোনা ভাইরাস থেকে মুক্ত থাকার লক্ষ্যে রোববার ঢাকার পল্টন টাওয়ার থেকে পল্টনের বিভিন্ন স্থানে বরিশাল বিভাগ সমিতির পক্ষে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচারপত্র ও সাবান বিতরণ করা হয়।
বরিশাল বিভাগ সমিতির সাধারণ সম্পাদক এমএ জলিল এর নেতৃত্বে প্রচারপত্র ও সাবান বিতরণের উদ্বোধন করেন জাতীয় পার্টি- জেপি’র অতিরিক্ত মহাসচিব মুক্তিযোদ্ধা সাদেক সিদ্দিকী। এসময় উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কাউন্সিলর এনামুল হক আবুল, বাংলাদেশ ন্যাপ মহাসচিব মো. গোলাম মোস্তফা ভূইয়া, বাংলাদেশ জনতা ফ্রন্টের সভাপতি দীপু মীর, বাংলাদেশ ন্যাপ সহ সভাপতি স্বপন কুমার সাহা, জয় বাংলা মঞ্চের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ নাফিয়ী, বরিশাল বিভাগ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আ স ম মোস্তফা কামাল, নারী নেত্রী মীর্জা শেলী, বিশিষ্ট সমাজসেবক কাজী ফারুক প্রমুখ।
এসময় সাদেক সিদ্দিকী উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, মহামারী করোনা ভাইরাস প্রতিরোধকল্পে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেছে বাংলাদেশ সরকার। বিশেষভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে সাদেক সিদ্দিকী বলেন, নিজে সাবান দিয়ে হাত ধৌত করুন অন্যকে হাত ধোয়ার পরামর্শ দিন। করোনা ভাইরাস থেকে মুক্ত থাকুন।
