ঢাকা দক্ষিণে এগিয়ে চলছে খালকেন্দ্রিক ব্লু নেটওয়ার্কের কাজ

Uncategorized আইন ও আদালত জাতীয় ঢাকা প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন রাজধানী

নিজস্ব প্রতিবেদক  : গতকাল রবিবার ২৩ ফেব্রুয়ারি, ঢাকা শহরের খালগুলোকে দখল ও দূষণমুক্ত করে খালকেন্দ্রিক ব্লু নেটওয়ার্কের উদ্বোধন করা হয় গত ০২ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়সহ ০৪ টি মন্ত্রণালয়ের তত্বাবধানে ১৩টি দপ্তর সংস্থার অংশগ্রহণে চলছে এ কার্যক্রম।


বিজ্ঞাপন

এই কার্যক্রমের অংশ হিসেবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন কালুনগর ও মান্ডা খালে চলছে খাল পরিষ্কার ও পুনরুদ্ধার প্রকল্প।


বিজ্ঞাপন

এই প্রকল্পের আওতায় কালুনগর স্লুইস গেট হতে রায়ের বাজার স্লুইস গেট পর্যন্ত ২.৪ কি. মি. বিস্তৃত কালুনগর খাল হতে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত গত ২০ দিনে প্রায় ৬৫৩ মে. ট. ময়লা আবর্জনা অপসারণ করা হয়েছে।


বিজ্ঞাপন

অপরদিকে, ত্রিমোহনী হতে শেখের জায়গা ও মান্ডা হয়ে কমলাপুর পর্যন্ত ৮.৭ কি. মি. বিস্তৃত মান্ডা খাল হতে উদ্বার হয়েছে প্রায় ১৯৭০ মে. ট. বর্জ্য।

নগরীর জলাবদ্ধতা রোধ, দখলমুক্ত ও সুগম জলপ্রবাহ নিশ্চিতকরণ, বর্জ্য ব্যবস্থাপনার উন্নতিসহ পরিবেশ ও জীব বৈচিত্র্য সংরক্ষণে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন কালুনগর ও মান্ডা খালসহ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন ৪টি খাল পরিষ্কার ও পুনরুদ্ধার করা হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *