দেশ যেনো এক আতংকের রাজ্য———গোলাম মোহাম্মদ কাদের

Uncategorized জাতীয় ঢাকা বিশেষ প্রতিবেদন রাজধানী রাজনীতি সংগঠন সংবাদ

নিজস্ব প্রতিবেদক  : আজ সোমবার, ২৪ ফেব্রুয়ারি, জন্মদিনের আয়োজনে দেশ ও দেশের মানুষের কল্যাণে আজীবন কাজ করার কথা আবারো পূনর্ব্যক্ত করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। জাতীয় পার্টির নেতা-কর্মী, বন্ধু ও স্বজন এবং সুশীল সমাজের ভালোবাসায় সিক্ত হয়ে গোলাম মোহাম্মদ কাদের বলেন, মারাত্মকভাবে বিপর্যস্ত দেশের আইন-শৃংখলা পরিস্থিতি। আইন-শৃংখলার এত নাজুক অবস্থা স্মরণকালে নেই বললেই চলে।


বিজ্ঞাপন

তিনি বলেন, শুধু রাজধানী নয়, সারা দেশেই মানুষ আতংকে ঘুমাতে পারছে না। দেশ এখন চোর, ডাকাত আর ছিনতাইকারীর অভয়ারণ্য। দেশ যেনো এক আতংকের রাজ্য। তিনি বলেন, আমরা আগেও বলেছি, অপারেশন ডেভিল হান্ট বিরোধীমত দমনে পরিচালিত হচ্ছে। নিরাপদ মানুষদের ধরে অন্যায়ভাবে হত্যা মামলায় অভিযুক্ত করা হচ্ছে। তাদের হয়রানী ও গ্রেফতার করা হচ্ছে।

আর, অপরাধীরা বুক চিতিয়ে অপরাধ করে বেড়াচ্ছে। রাজনীতিতে বিভাজন সৃষ্টি না করে সবাইকে নিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচন করতেও সরকারের প্রতি আহবান জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। আজ দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয় মিলনায়তনে পার্টি মহাসচিব মুজিবুল হক চুন্নুর সভাপতিত্বে আলোচনা সভা, ফুলেল শুভেচ্ছা ও কেক কাটা অনুষ্ঠানে গোলাম মোহাম্মদ কাদের এ কথা বলেন।


বিজ্ঞাপন

সকাল থেকেই জাতীয় পার্টি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ফুল, মিষ্টি ও কেক নিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানাতে আসেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে। এসময় আনন্দঘন পরিবেশে নেতাকর্মীরা পার্টি নেতাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তাঁর সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন।


বিজ্ঞাপন

জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এর শুভ জন্মদিনে ফুলেল শুভেচ্ছা জানায় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু, কো- চেয়ারম্যান এবিএম রুহুল আমিনর হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, নাসরিন জাহান রতনা, এ্যাড. মোঃ রেজাউল ইসলাম ভূঁইয়া, নাজমা আকতার, সৈয়দ দিদার বখত, লিয়াকত হোসেন খোকা, জহিরুল ইসলাম জহির, জসীম উদ্দিন ভূঁইয়া, চেয়ারম্যানের উপদেষ্টা, ড. নুরুল আজহার শামীম, আমিনুল ইসলাম মন্ডল, প্রফেসর গোলাম মোস্তফা, মোঃ খলিলুর রহমান খলিল, ইঞ্জিঃ মনির হোসেন, সৈয়দ মঞ্জুর হোসেন, জাহিদ হাসান, একেএম নুরুজ্জামান জামান, ভাইস চেয়ারম্যান সালাহ উদ্দিন আহমেদ মুিক্ত, আহাদ ইউ চৌধুরী শাহীন, এমএ সুবহান, আক্তার হোসেন দেওয়ান, নোমান মিয়া, হুমায়ুন খান, যুগ্ম মহাসচিব মোঃ আমির হোসেন ভূঁইয়া, শাহমীম আহমেদ রিজভী, জুবায়ের আলম খান রবিন, মোঃ হেলাল উদ্দিন, চেয়ারম্যানের প্রেস সেক্রেটারী খন্দকার দেলোয়ার জালালী, সম্পাদকমন্ডলীর সদস্য নির্মল চন্দ্র দাস, মিজানুর রহমান মিরু, মাসুদুর রহমান মাসুম, মাহমুদ আলম, এমএ রাজ্জাক খান, ইঞ্জিনিয়ার এলাহান উদ্দিন, সাবেক সমাজ কল্যাণ সম্পাদক গোলাম মোস্তফা, যুগ্ম সম্পাদক জাকির হোসেন মৃধা, এ্যাড. আবু তৈয়ব, শারমিন পারভিন লিজা, সমরেশ মন্ডল মানিক, সেলিমা খান, মোঃ নুরুজ্জামান, ইঞ্জিনিয়ার জুবায়ের আহমেদ, এ্যাড. আবু ওয়াহাব, কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা কেফায়েত উল্ল্যাহ নজিব, আল আমিন সরকার, মোঃ মাহমুদুল হক মনি, শরিফুল ইসলাম, ওমর আলী মান্নাফ, মেহেদী হাসান শিপন, মোঃ আনোয়ার হোসেন, সরদার নজরুল ইসলাম, তাসলিমা আকবর রুনা, সৈয়দ মনিরুজ্জামান, সাজ্জাদ পারভেজ চৌধুরী, মোতাহের হোসেন শাহীন, মোঃ শফিকুল ইসলাম স্বপন, উজ্জ্বল চাকমা. আসাদুজ্জামান, আমিনুল হক, মোঃ সাঈয়েদ, মোঃ শাহজাহান মিয়া, মোঃ আব্দুর রহিম, জাকির হোসেন খান, জাতীয় ছাত্র সমাজ এর আহ্বায়ক মারুফ ইসলাম তালুকদার প্রিন্স, সদস্য সচিব আরিফ আলী খান, ঢাকা মহানগর দক্ষিণ, মহানগর উত্তর অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ।

👁️ 29 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *