করোনার বিস্তার রোধে নিরাপত্তা উপকরণ বিতরনের নির্দেশ

আইন ও আদালত

নিজস্ব প্রতিবেদক : করোনাবাইরাসের বিস্তার রোধে নিরাপত্তা উপকরণবিতরনের নির্দেশনা দিয়েছে হাইকোর্ট। রোববার চিকিৎসক, রোগী, নার্সসহ সংশ্লিষ্টদের নিরাপত্তায় প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ ও সরবরাহের এই নির্দেশনা প্রদান করে হাইকোর্ট।
একই সঙ্গে করোনায় প্রতিরোধে কি কি উপকরণ দরকার সেটি নির্ধারণ করতে কমিটি গঠন করতে বলা হয়েছে। ওই কমিটি ৪৮ ঘন্টার মধ্যে তালিকা করে জানাবে। এ সংক্রান্ত আবেদনের প্রেক্ষিতে রোববার বিচারপতি আশরাফুল কামাল ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের বেঞ্চ এ আদেশ দেন।
ওই কমিটির সদস্য হবেন, স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক, আইইডিসিআরের পরিচালক ও সেন্ট্রাল মেডিসিন স্টোরের পরিচালক। ওই তালিকা বাস্তবায়নে অর্থ মন্ত্রণালয়কে অর্থ বরাদ্দ দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *