রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মারিয়া সালামের নেতৃত্বে ‘ভিউজ বাংলাদেশ’ ছাত্রলীগের অবস্থান প্রশ্নবিদ্ধ

Uncategorized অনিয়ম-দুর্নীতি অপরাধ আইন ও আদালত জাতীয় বিশেষ প্রতিবেদন রাজনীতি রাজশাহী শিক্ষাঙ্গন সংগঠন সংবাদ সারাদেশ

নিজস্ব প্রতিনিধি (রাজশাহী) :  রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততা থাকা মারিয়া সালামকে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। তিনি বর্তমানে ‘ভিউজ বাংলাদেশে’ নামের একটি অনলাইন পোর্টালের নেতৃত্ব দিচ্ছেন, যেখানে উল্লেখযোগ্যসংখ্যক ছাত্রলীগ নেতাকর্মী কর্মরত আছেন বলে জানা গেছে।


বিজ্ঞাপন

অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ সংশ্লিষ্ট একাধিক নেতার সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করে তিনি সাংবাদিকতার আড়ালে রাজনৈতিক স্বার্থ হাসিল করছেন। এর আগে কালের কণ্ঠসহ কয়েকটি গণমাধ্যমে দায়িত্ব পালনকালে তিনি ক্ষমতাসীন দলের উচ্চপর্যায়ের নেতাদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলেন বলেও অভিযোগ রয়েছে।


বিজ্ঞাপন

তবে সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে, যেখানে অধিকাংশ গণমাধ্যম সাংবাদিকদের বেতন পরিশোধ নিয়ে সংকটে রয়েছে, সেখানে একটি অনলাইন পোর্টাল কীভাবে এত সংখ্যক সাংবাদিককে তুলনামূলক ভালো পারিশ্রমিকে নিয়োগ দিচ্ছে? অনুসন্ধানে জানা গেছে, এর পেছনে ক্ষমতাসীন দলের একাংশের প্রভাব থাকতে পারে।


বিজ্ঞাপন

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মারিয়া সালামের কার্যক্রম শুধু একটি গণমাধ্যম পরিচালনার মধ্যেই সীমাবদ্ধ নয়। বরং তিনি সরকারের ঘনিষ্ঠ একটি বিশেষ গোষ্ঠীকে সংগঠিত করার পরিকল্পনা বাস্তবায়ন করছেন। তার প্রাক্তন ও বর্তমান স্বামীর রাজনৈতিক সংযোগ নিয়েও আলোচনা চলছে।

এই প্রসঙ্গে মারিয়া সালামের বক্তব্য জানতে তার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি মোবাইল রিসিভ করেন নি ফলে তার কোন প্রকার বক্তব্য প্রকাশিত হলো না।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *