নড়াইলে নানা আয়োজনের মধ্যদিয়ে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের ৮৯তম জন্মবার্ষিকী পালিত

Uncategorized অন্যান্য আন্তর্জাতিক ইতিহাস ঐতিহ্য খুলনা

মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
স্বাধীনতা যুদ্ধের বীর সেনানী বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের ৮৯তম জন্মবার্ষিকী জন্মস্থান নড়াইলে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ ট্রাস্ট ও জেলা প্রশাসনের আয়োজনে কর্মসূচির মধ্যে জন্মবার্ষিকী পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিলো কোরআনখানি,র‍্যালি, শ্রদ্ধাঞ্জলী,রাষ্ট্রীয় সম্মাননা গার্ড অব অনার,আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় নূর মোহম্মদ নগরে একটি র‍্যালি বের হয়। র‍্যালিটি সড়ক প্রদক্ষিণ শেষে নূর মোহাম্মদের বসতভিটায় নির্মিত স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়। এসময় স্মৃতিস্তম্ভে নড়াইল জেলা প্রশাসন,মুক্তিযোদ্ধা সংসদ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ ট্রাস্ট,বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ মহাবিদ্যালয়,বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। পরে জেলা পুলিশের একটি চৌকষ বাহিনী রাষ্ট্রীয় সম্মাননা গার্ড অব অনার প্রদান করেন। এসময় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, অবসরপ্রাপ্তা মাদরাসা সুপার এটিএম মাহমুদুর রহমান।
এরপর বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ ট্রাস্টের সভাপতি ও নড়াইল জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে সভায় মহান এই বীরের জীবন ও কর্মের ওপর আলোচনা করেন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জুবায়ের হোসেন চৌধুরী,বীরশ্রেষ্ঠ নূর মোহম্মদ শেখের সন্তান শেখ মো.মোস্তফা কামাল, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ প্রণব কান্তি অধিকার,বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ সরদার প্রমুখ। বক্তারা,১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের বীরত্বগাথা জীবনী তুলে ধরেন এবং মহান মুক্তিযুদ্ধের চেতনাকে জাগ্রত করতে নতুন প্রজন্মের মধ্যে তুলে ধরার আহবান জানান। অনুষ্ঠানে বীরশ্রেষ্ঠ শহীদ নূর মোহাম্মদ শেখ এর পরিবারের সদস্য,শিক্ষক শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। উল্লেখ্য,নূর মোহাম্মদ শেখ ১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারি নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের মহিষখোলা গ্রামে জন্মগ্রহণ করেন (বর্তমান নূর মোহাম্মদ নগর)। তার পিতার নাম মোহাম্মদ আমানত শেখ ও মাতার নাম জেন্নাতুন্নেছা। ১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর যশোর জেলার ঝিকরগাছার গোয়ালহাটিতে পাক-বাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধে তিনি শহীদ হন। যশোরের শার্শা উপজেলার কাশিপুর গ্রামে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *