লকডাউনের পরামর্শ দেয়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থা: তথ্যমন্ত্রী

এইমাত্র জাতীয় রাজধানী রাজনীতি স্বাস্থ্য

নিজস্ব প্রতিবেদক : বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশকে আংশিক বা পুরোপুরি লকডাউন এবং জরুরি অবস্থা ঘোষণার পরামর্শ দেয়নি বলে দাবি করেছে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। রোববার তথ্য মন্ত্রণালয় সভাকক্ষে সমসাময়িক বিষয়াবলি নিয়ে গণমাধ্যম সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। তথ্যমন্ত্রী বলেন, শনিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে উদ্ধৃত করে এ ধরনের যে নিউজ প্রকাশ হয়েছে এটা ঠিক নয়। এ ধরনের পরামর্শ তারা দেয়নি।
উল্লেখ্য, শনিবার রাজধানীর বনানীতে নিজ বাসভবনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, যুক্তরাষ্ট্রের কমিউনিকেবল ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রটেকশন (এসডিসিপি) এর প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠক শেষে আনুষ্ঠানিক ব্রিফিং এ সাংবাদিকদের এ কথা জানিয়েছিলেন মেয়র সাঈদ খোকন।
তিনি বলেন, করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশকে আংশিক বা পুরোপুরি লকডাউন এবং জরুরি অবস্থা ঘোষণার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *