অভয়নগর (যশোর) প্রতিনিধি : অভয়নগরে প্রবিত্র রমজান উপলক্ষে আলহামদুলিল্লাহ ইসলামী একাডেমি’র উদ্যেগে তাফসিরুল কুরআন মহিলা তালিম অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার ভাঙ্গাগেট ভৈরব ব্রিজ সংলগ্ন আলহামদুলিল্লাহ ইসলামী একাডেমি’র নিজস্ব ভবনে সেবা নিতে ছুটে আসা এলাকার বিভিন্ন শ্রেনী-পেশার সাধারন গরীব অসহায় মানুষকে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবা ও বিনামূল্যে বিভিন্ন ঔষুধ সহায়তা দেওয়া হয়। বিকালে ওই ভবনে আলহামদুলিল্লাহ ইসলামী একাডেমি’র পক্ষ থেকে মহিলা তালিমের প্রবিত্র রমজান মাসের গুরুত্বপূর্ণ আমলের ফযিলত সম্পর্কে তাৎপর্যপূর্ণ আলোচনা করেন কারি মাওলানা মোঃ আবু বকর।

বিগত শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) যশোরের অভয়নগরে অবস্থিত আলহামদুলিল্লাহ ইসলামী একাডেমিতে এক বিশেষ তাফসিরুল কুরআন মহিলা তালিম সফলভাবে অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানের মূল বক্তা ছিলেন বিশিষ্ট ইসলামিক স্কলার কারি মাওলানা মোঃ আবু বকর। তিনি প্রবিত্র রমজান বিষয়ে গভীর ও সুন্দর ব্যাখ্যা উপস্থাপনা করেন যা উপস্থিত মহিলা শ্রোতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে বলে অনেকে জানিয়েছেন।

অনুষ্ঠানে কারি মাওলানা মোঃ আবু বকর হুজুর ইসলামের বিভিন্ন বিষয়ে আমল, কুরআনের বিভিন্ন আয়াতের তাৎপর্য ও শিক্ষা সহজ-সরল ভাষায় ব্যাখ্যা করেন। তার বক্তব্যে কুরআনের মর্মবাণী ও মহিলাদের জীবনে এর প্রায়োগিক দিকগুলো সুন্দরভাবে ফুটে উঠে। উপস্থিত শ্রোতারা তার তাফসির শুনে গভীরভাবে অনুপ্রাণিত হন এবং অনুষ্ঠান শেষে অনেকেই কুরআনের শিক্ষা জীবনে বাস্তবায়নের সর্বোচ্চ চেষ্টা করবেন বলে জানিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন
আলহামদুলিল্লাহ ইসলামী একাডেমির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ মহিউদ্দিন মুন্সি তুহিন এবং অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও মুহাতামিম মাওলানা মোঃ আব্বাস খাঁন। মাদ্রাসার শিক্ষক মোঃ শামীম শেখ সহ প্রমূখ।
এই তাফসিরুল কুরআন মহিলা তালিম অনুষ্ঠানটি স্থানীয় মহিলাদের মাঝে ধর্মীয় জ্ঞান ও সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হওয়ায় আলহামদুলিল্লাহ ইসলামী একাডেমির পক্ষ থেকে সকলের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। আগামীতেও আলহামদুলিল্লাহ ইসলামী একাডেমি কতৃপক্ষের এ ধরনের জনসচেতনতা মুলক অনুষ্ঠানের আয়োজন করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন।