খুলনায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে প্রবাসীর বাড়ি দখলের অভিযোগ

Uncategorized অনিয়ম-দুর্নীতি অপরাধ আইন ও আদালত খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন রাজনীতি সংগঠন সংবাদ সারাদেশ

মোঃ সাইফুর রশিদ চৌধুরী  :  খুলনায় মোঃ ইউসুফ আলী খান নামে এক আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে প্রবাসীর বাড়ি দখলের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগসূত্রে জানা যায় মোঃ শফিকুর রহমান খান, পিতা মৃত মোহাম্মদ শামসুর রহমান খান ৯৭/২ ১নং ক্রস রোড বয়রা, খুলনা  স্বপরিবারে আমেরিকা প্রবাসী। তিনি তার পিতার দেওয়া জমিতে একটি ৪ তলা ভবন নির্মান করে তার আপন বড়ভাই আওয়ামী লীগ নেতা ইউসুফ আলী খান খুলনা সিটি কর্পোরেশনের ১৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে বাড়ির ভাড়া আদায় ও দেখাশোনা করার দায়িত্ব দিয়ে যান।


বিজ্ঞাপন

কিন্তু বিগত ১০ বছর যাবত ভাড়া আদায় করে বিল্ডিং এর মালিকে না দিয়ে তিনি  আত্মসাত করছেন। বিল্ডিং এর একটি ফ্লাট নিজ দখলে রেখে বসবাস করছেন।


বিজ্ঞাপন

বিগত ২ বছর ধরে তাকে বাড়ি ছেড়ে দিতে বলার পরও তিনি বাড়ি ছাড়ছেন না। বাড়ির মালিক মোঃ শফিকুর রহমান খান ২৫ ফেব্রুয়ারি ২০২৫ এ আমেরিকা থেকে দেশে আসলে উক্ত মোঃ ইউসুফ আলী খান আত্মগোপনে থেকে বিভিন্ন মোবাইল নাম্বার থেকে ফোন করে তাকে তার বাড়িতে উঠতে নিষেধ করেন এবং বিভিন্ন প্রকার ভয় ভীতি  প্রদর্শন করে হত্যার হুমকি দেন। যার কারনে উক্ত  বাড়ির মালিক ভীত হয়ে খুলনা সোনাডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।


বিজ্ঞাপন

যার নম্বর ২০৮১ তারিখ ২৭/২/২৫। এ বিষয়ে  মোঃ শফিকুর রহমানের নিকট জানতে চাইলে তিনি জানান, যে জায়গাটিতে আমি বাড়ি করেছি সে জায়গাটি আমার পিতা তার জীবদ্দশায়  আমাকে দলিল করে দিয়েছেন। জায়গার মিউটেশন খাজনা খারিজ হোল্ডিং নম্বর ও বিদ্যুৎ বিলসহ যাবতীয় কাগজপত্র আমার নামে। এ জায়গায় অন্য কোন ভাই বোনের অংশ নাই।

অন্য ভাই বোনদেরও আমার পিতা তার জীবদ্দশায় জমি দোকান দলিল করে দিয়েছেন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আমার ভাইয়ের দাপটে এলাকাবাসী তটস্থ ছিল। এখনো আমার বাড়িতে তার স্ত্রী মেয়ে ও মেয়ের জামাই বসবাস করছে। তাদের দাপটে আমি আমার বাড়িতে যেতে ভয় পাচ্ছি। মোঃ ইউসুফ আলী খান আত্ম গোপনে থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তার ফোনটি বন্ধ পাওয়া যায়।

এ ব্যাপারে তাদের বড় ভাই মোঃ ইদ্রিস আলী খানের স্ত্রী  জানান এ বাড়িটির একক মালিক আমার দেবর মোঃ শফিকুর রহমান খান এবং তিনি আমেরিকা প্রবাসী। এ বাড়ির সকল ভাড়া মোঃ ইউসুফ আলী খান আদায় করে আত্মসাত করছেন। এবং একটি ফ্লাটে তিনি পরিবার নিয়ে বসবাস করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *