পটুয়াখালীর কলাপাড়ায় অনুমোদনহীন কোম্পানির ঔষধ বিক্রি দায়ে ভ্রাম্যমান বিক্রেতাকে অর্থদণ্ড

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর প্রশাসনিক সংবাদ বরিশাল বিশেষ প্রতিবেদন সারাদেশ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি  :  পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের হাসপাতাল সড়কে অনুমোদনহীন কোম্পানির ঔষধ বিক্রির অভিযোগে ভ্রাম্যমান ওষুধ বিক্রেতা মো.কাওসারকে গ্রেফতার করেছে পুলিশ। তার বাড়ি বরগুনার আমতলী উপজেলায়।


বিজ্ঞাপন

রবিবার দুপুর একটার দিকে ব্যাটারি চালিত অটো রিক্সায় করে সাধারণ পথচারী ও বিভিন্ন ফার্মেসিতে অন্তত শতাধিক কোম্পানির অনুমোদিত ও অনুমোদন ছাড়া ঔষধ বিক্রির চেষ্টা করে সে। এ ঔষধের অনেকগুলো ঘরে তৈরি ও বিভিন্ন যৌন উত্তেজক ট্যাবলেট ও সিরাপ ছাড়াও রয়েছে বিভিন্ন এন্টিবায়োটিক ও বিভিন্ন রোগের ঔষধ।


বিজ্ঞাপন

খবর পেয়ে পুলিশের সহায়তায় স্বাস্থ্য প্রশাসন ও উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ইয়াসিন সাদেকের নেতৃত্ব ভ্রাম্যমাণ আদালতে আটক ঔষধ বিক্রেতাকে হাজির করা হয়।


বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জুনায়েদ খান লেনিন, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মৃনাল কান্তি, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.জুয়েল ইসলাম ও এস আই মো.জহিরুল ইসলাম।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্টট ও সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদেক জনান, আটক কাওসার কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০ হাজার টাকা অর্থদন্ড ও অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়া জব্দ করা অনুমোদনহীন ঔষধ জনসমক্ষে ধ্বংস করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *