শিল্পাঞ্চল আশুলিয়ার শীর্ষ সন্ত্রাসী রিয়াদ মোল্লা গ্রেপ্তার !

Uncategorized অপরাধ আইন ও আদালত জাতীয় ঢাকা প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সংগঠন সংবাদ

সাভার প্রতিনিধি  :  শিল্পাঞ্চল আশুলিয়ায় অভিযান চালিয়ে ছাত্র- জনতা হত্যা মামলা সহ প্রায় ডজন খানেক মামলার আসামি এলাকার শীর্ষ সন্ত্রাসী রিয়াদ মোল্লাকে গ্রেপ্তার করেছে র‍্যাব-পুলিশের একটি যৌথ বাহিনীর আভিযানিক দল।


বিজ্ঞাপন

গতকাল রবিবার (০২ মার্চ) রাত ৯টার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রিয়াদ মোল্লা বাগেরহাট জেলার চিতলমারী থানার বড় বাড়িয়া এলাকার ওয়ালিয়ুর রহমানের ছেলে। সে আশুলিয়ার বাইপাইল এলাকার বসবার করতো বলে জানা যায়।


বিজ্ঞাপন

পুলিশ সুত্র জানায়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলি চালিয়ে হত্যা, সম্প্রতি আশুলিয়ার বাইপাইলের বসুন্ধরা এলাকায় মাদক বিক্রয় নিয়ে দ্বন্দ্বে আলোচিত মোমিনুল হত্যা, গার্মেন্টসের ঝুট দখল নিয়ে গুলাগুলি, ট্রাকে মালামাল আটকে রেখে চাঁদাবাজি সহ একাধিক মামলার এজাহারভুক্ত আসামি ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামের ক্যাডার ডেন্ডাবর এলাকার শীর্ষ সন্ত্রাসী মো. রিয়াদ মোল্লাকে র‍্যাবের সহায়তায় গ্রেপ্তার করা হয়েছে।


বিজ্ঞাপন

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল আল মামুন জানান, র‍্যাবের সহায়তায় রিয়াদ মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *