রাজধানীর মিরপুরে র‍্যাবের অভিযান : আলোচিত ছিনতাইকারী  চক্র “রাকিব গ্রুপ” এর লিডার রাকিব ও তার অন্যতম সহযোগী মোঃ ফয়সাল  গ্রেফতার

Uncategorized অপরাধ আইন ও আদালত জাতীয় ঢাকা প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন রাজধানী

নিজস্ব প্রতিবেদক  : রাজধানীর  মিরপুর মডেল থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ছিনতাইয়ের প্রস্তুতিকালে বিদেশী সেভেন গিয়ার ধারালো চাকুসহ আলোচিত ছিনতাই চক্র “রাকিব গ্রুপ” এর লিডার রাকিব (২৫) ও তার অন্যতম সহযোগী মোঃ ফয়সাল (২৫) কে গ্রেফতার করেছে র‍্যাব-৪।


বিজ্ঞাপন

র‍্যাব-৪ খুন, ডাকাতি, দস্যুতা, ছিনতাই, ধর্ষণ, অপহরণ, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী গ্রেফতার এবং জঙ্গীবাদের মত ঘৃণ্যতম অপরাধ নির্মূল ও রহস্য উদঘাটনের পাশাপাশি মাদকদ্রব্য উদ্ধার, মাদক ব্যবসায়ীদের গ্রেফতার সহ নেশার মরণ ছোবল থেকে তরুন সমাজকে রক্ষা করার জন্য র‍্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে। বর্তমানে রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই এর মত ঘটনা বৃদ্ধি পাচ্ছে। ছিনতাইকারীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য র‍্যাব সদা সচেষ্ট।


বিজ্ঞাপন

এরই ধারাবাহিকতায় গত  ২৭ ফেব্রুয়ারি, রাতে রাজধানীর মিরপুর মডেল থানাধীন ওয়ার্ড নং-১৪, শেওড়াপাড়া, শামিম স্বরনী এলাকা হতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে বিদেশী সেভেন গিয়ার চাকু সহ আলোচিত ছিনতাই চক্র “রাকিব গ্রুপ” এর লিডার রাকিব (২৫) ও তার অন্যতম সহযোগী মোঃ ফয়সাল (২৫) কে গ্রেফতার করতে সক্ষম হয়।


বিজ্ঞাপন

গ্রেফতারকৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা এলাকায় আতঙ্ক সৃষ্টিকারী আলোচিত ছিনতাই চক্র “রাকিব গ্রুপ” এর সক্রিয় সদস্য এবং গ্রেফতারকৃত ০১ নং আসামী মোঃ রাকিব (২৬) উক্ত গ্রুপের লিডার। উক্ত গ্রুপের অন্যান্য সদস্যগণ দীর্ঘদিন যাবত গ্রেফতারকৃত ০১ নং আসামী মোঃ রাকিব (২৬) এর নেতৃত্বে মিরপুর মডেল, কাফরুল ও পল্লবী থানাধীন বিভিন্ন এলাকায় বিদেশী চাকুসহ দেশীয় অস্ত্র নিয়ে রাস্তায় চলাচলরত জনসাধারনের কাছ থেকে স্বর্ণলংকার, নগদ টাকা, মোবাইল, মানিব্যাগ, হাতঘড়িসহ মূল্যবান জিনিসপত্র ছিনতাই করে আসছিল। বর্ণিত “রাকিব গ্রুপ” এর ভয়ে এলাকার সাধারন মানুষ আতঙ্কিত ছিল। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে রাজধানীর শেরে বাংলা নগর, মিরপুর মডেল এবং কাফরুল থানায় একাধিক মামলা রয়েছে। উল্লেখ্য, গ্রেফতারকৃত ০১নং আসামী রাকিব ছিনতাইকারী হিসেবে ডিএমপি কর্তৃক তালিকাভুক্ত।

গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। অদূর ভবিষ্যতেও এরুপ ছিনতাইকারীদের বিরুদ্ধে র‍্যাব-৪ এর জোড়ালো সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *