চট্টগ্রামের উখিয়ায় তারাবি পড়ে ফেরার পথে হেড মাঝি মোহাম্মদ নুরকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর চট্টগ্রাম বিশেষ প্রতিবেদন সারাদেশ

চট্টগ্রাম (উখিয়া) প্রতিনিধি  : কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে মসজিদে তারাবির নামাজ শেষ করে নিজের ঘরে ফিরছিলেন উখিয়ার ২০ নং রোহিঙ্গা ক্যাম্পের হেডমাঝি মোহাম্মদ নুর (২৫)।


বিজ্ঞাপন

পথিমধ্যে নুর’কে ঘিরে ধরে একদল সশস্ত্র দুর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত করা হয় ঘটনাস্থলের সেখানে মৃত্যু হয় নুরের, নিথর দেহ পড়ে থাকতে দেখে পথচারীরা খবর দেয় পুলিশ’কে।


বিজ্ঞাপন

মঙ্গলবার (৪ মার্চ) রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার রাজাপালং ইউপির ওয়ালাপালং গ্রাম’স্থ ২০ নং রোহিঙ্গা ক্যাম্পের এম/৩২ ব্লকে এই ঘটনা ঘটে।


বিজ্ঞাপন

মিয়ানমারের রাখাইন প্রদেশ’স্থ মংডু জেলা থেকে ২০১৭ সালে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া নুর ঐ ব্লকের আবু সৈয়দের পুত্র।

এই হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর বলে জানিয়েছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটেলিয়ন (এপিবিএন) এর অধিনায়ক মোহাম্মদ সিরাজ আমিন।

তিনি জানান, ” গতবছর রমজানেও নিহত নুরকে কুপিয়ে ছিলো দুর্বৃত্তরা। ব্যক্তিগত শত্রুতার জেরে এই ঘটনা ঘটে থাকতে পারে তবে অধিকতর তদন্তের পর মূল রহস্য জানা যাবে, যা উদঘাটনে আমরা কাজ করছি।”

রোহিঙ্গাদের একটি সূত্র বলছে, একসময় নূর সশস্ত্র সংগঠন আরকান রোহিঙ্গা সালভেশন আর্মি -আরসা’র সাথে সক্রিয়ভাবে যুক্ত ছিলো তবে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

নুরে’র মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে উল্লেখ করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসাইন জানান, এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *