হবিগঞ্জ প্রতিনিধি : চুনারুঘাট উপজেলার ৪নং পাইকপাড়া ইউনিয়নের মাঝিশাইল গ্রামে মানবাধিকার কর্মী এস এম জোয়াহেরুল ইসলাম (৫৭) কে একদল সন্ত্রাসীরা হামলা ও মারধর করে আহত করেছে। স্হানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে চুনারুঘাট ও পরে হবিগঞ্জ ২৫০ শয়্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত সোমবার সকাল অনুমান ১১টা ৩০ মিঃ মাঝিশাইল পুরাবাড়ি আযুব আলী মিয়ার বাড়ির নিকট এ ঘটনাটি ঘটে। হাসপাতালে ভর্তি কৃত আহত ব্যক্তি জানায় সে একজন মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার সেন্টাল কোর্ডিনেটর তার পার্শ্ববর্তি বাড়ি জমসেরপুর গ্রাম থেকে বাড়ি আসার পথে ঐ স্হানে পৌঁছলে এ সময় একই গ্রামের ছাদেক মিয়া সহ ৬/৭ জনের একদল লোক তাকে পথরোধ করে দেশিও অশ্র দিয়ে হামলা ও মারধর করে গুরুতর আহত করে।

এ সময় তার সাথে থাকা মেবাইল ও নগদ টাকা হামলা কারীরা লুট করে নিয়ে যায় পরে তার সুর চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসে হামলাকারীর কবল থেকে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরন করে।
এ ব্যপারে চুনারুঘাট থানার ৬জন কে আসামি করে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে চুনারুঘাট থানার এস আই স্বপন ঘটনা স্হল পরিদর্শন করে ঘটনার সত্যতা পান।