ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার বিশেষ অভিযান : ২৪ ঘন্টায় ৪ আসামি গ্রেফতার 

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন ময়মনসিংহ সারাদেশ

ময়মনসিংহ  প্রতিনিধি  :  ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মোঃ শফিকুল ইসলাম খান এর দিকনির্দেশনা বিশেষ অভিযানে গত ২৪ ঘন্টার থানা পুলিশ অভিযান পরিচালনা করে মোট ৪ জন আসামী গ্রেফতার করেছে।


বিজ্ঞাপন

ইন্সপেক্টর (নিরস্ত্র) মোঃ কমর উদ্দিন, সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করে ।


বিজ্ঞাপন

উক্ত অভিযান পরিচালনা কালে অন্যান্য  মামলার আসামী  মোঃ আশিকুর রহমান আশিক (৩৩), (যুবলীগের সমর্থক), পিতা-সাইদুর রহমান তারা মিয়া, মাতা-আকলিমা খাতুন, সাং-৪৩/৩ কেওয়াটখালী, এবং  মোঃ সাকিব মিয়া (২৭), (৩১নং ওয়ার্ড সেচ্ছাসেবক লীগের সমর্থক), পিতা-মোঃ আব্দুল বারেক, মাতা-মোছাঃ রেজিয়া খাতুন, সাং-চর ঈশ্বরদিয়া, উভয় থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়কে অত্র থানাধীন শম্ভুগঞ্জ মোড় এলাকা হইতে গ্রেফতার করেন।


বিজ্ঞাপন

এসআই(নিঃ) মোঃ সোহেল রানা, সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ০১। আতিকুল ইসলাম জয় (২০), পিতা-মৃত আতিকুল ইসলাম সুমন, মাতা-মৃত তাসলিমা বেগম, সাং-চুরখাই, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে অত্র থানাধীন মাসকান্দা বাইপাস এলাকা হইতে গ্রেফতার করেন।

ইহাছাড়াও এসআই (নিঃ) মোঃ মোজাম্মেল হোসেন সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ০১ টি পরোয়ানাভূক্ত আসামীকে গ্রেফতার করেন।

পরোয়ানাভূক্ত আসামীদের নাম ও ঠিকানা- মোঃ শাহাদৎ হোসেন (৫০), পিতা-মোঃ গিয়াস উদ্দিন, স্থায়ী: গ্রাম- পান ঘাগড়া (পনঘাগড়া), উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ । প্রত্যেক আসামীকে চালান মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *